এফ-কমার্স বিজনেস কি এবং এটি শুরু করতে কি কি লাগে তো আপনারা ইতিমধ্যে যদি অনলাইন বিজনেস করতে সিদ্ধান্ত নিয়েছেন তো এফ- কমার্স নিয়েই বেশিরভাগ আগাবেন। কেননা বাংলাদেশের বেশিরভাগই তাদের বিজনেসকে এফ-কমার্স দিয়ে শুরু করে থাকেন। তো এফ-কমার্স নিয়ে কি আপনি বিস্তারিত জানেন? না জানলেও সমস্যা নেই এখানে আমরা আলোচনা করবো। এফ-কমার্স কি? এফ-কমার্স এর পূর্ণরূপ হচ্ছে ফেসবুক কমার্স। অর্থাৎ, আমরা যখন আমাদের কোনোপণ্য ফেসবুকের মাধ্যমে ক্রয়-বিক্রয় এর চেষ্টা করে থাকি তখন এটি এফ- কমার্স এর অন্তর্ভুক্ত হয়। এফ-কমার্স কেন গুরুত্বপূর্ণ? এফ-কমার্স নিয়ে তো অনেক আলোচনা হয়। কখনো কি ভেবে দেখেছেন এফ-কমার্স কেন এত গুরুত্বপূর্ণ? আসলে আমরা ফেসবুকে কেন আমাদের পণ্য বা সেবার বিজ্ঞাপন দেই? কারণ হচ্ছে ফেসবুকে অনেক ট্রাফিক থাকে আর এই ট্রাফিক অনেক সময় তারা ফেসবুকে অতিবাহিত করে থাকে। তাই এফ-কমার্স বিজনেস অন্য বিজনেস থেকে বেশি এফেক্টিভ। তাছাড়া আমাদের দেশের বেশিরভাগ মানুষ পণ্য বা সেবা অর্ডার করতে ওয়েবসাইটের থেকে ফেসবুকেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে থাকে। আপনার যত ওয়েবসাইট থাকুক না কেন দেখবেন প্রোডাক্ট অর্ডার দেবার সময় ঠিকই আসবে পেইজের ইনবক্সে। তাই যাই করেন না কেন এফ-কমার্স আপনার জন্য কতটা গুরুত্বপূর্ণ তা আর বলার অপেক্ষা রাখে না।