অণুগল্প সাহিত্যের একটি জনপ্রিয় শাখা। জীবনের সবকিছু উঠে আসে স্বল্পপরিসরের এই গল্পে। পাঠককেও বোদ্ধা হতে হয় অণুগল্পের বিষয়ে। পাঠক তার আত্মিক চাহিদার জোগান খুঁজে নিতে পারে সহজেই। যে গল্প পাঠকের আকর্ষণ বাড়িয়ে ভাবুক করে তোলে সেই গল্প সার্থক। "অণুগল্পের অনুরণন" বইটি অনেক নারী লেখকদের গল্পের সংকলন। তাঁদের ভেতরের লেখনী শক্তিকে কাজে লাগিয়ে লেখার চেষ্টা করেছেন। সবসময় সে উদ্যোগ সযত্ন প্রয়াস নাও হতে পারে। তবে লেখনীকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য উৎসাহ বাড়িয়ে তোলে। সম্মিলিত প্রয়াস যতটা সাফল্যের সাথে বাস্তবায়ন করতে পারে, সে ততটাই এগিয়ে থাকে। 'বাংলাদেশ নারী লেখক সোসাইটির' লেখকদের এ সম্মিলিত প্রয়াস আরো নবীন লেখকদের উৎসাহিত করে তুলবে বলে আশা করি। লেখার মানও ধীরে ধীরে উন্নতির দিকে যাবে। স্বস্তির প্রবহমান ধারা প্রতিস্থাপন হবে। অণুগল্প নিয়ে লেখকরা অগ্রসর হচ্ছে, খুব ভালো দিক। বইটিতে সবার গল্প সার্থক অণুগল্প মনে না-ও হতে পারে। তবে চেষ্টা অব্যাহত থাকার লক্ষ্যে লিখে যাচ্ছে। কোনোকিছুই একবারে সফল হয় না, ধীরে ধীরে হবে। সব লেখকদের জন্য শুভকামনা। এর সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। "এগিয়ে চলো সাহিত্যের পথে" এ স্লোগান নিয়ে 'নারী লেখক সোসাইটি'র লেখকরা এগিয়ে যাচ্ছে। সবার যাত্রা সফল ও শুভ হোক, এই প্রত্যাশায় – সাঈদা নাঈম সাধারণ সম্পাদক বাংলাদেশ নারী লেখক সোসাইটি।