বাই হিজ বুটস্ট্র্যাপস বব উইলসন, থিসিস নিয়ে কাজ করার সময়, চমকে উঠে আবিষ্কার করল: অচেনা, অথচ চেনা, এক লোক তার কামরায় উদয় হয়েছে...অনেকটা ভোজবাজির মতো! নাম তার জো, সঙ্গে করে নিয়ে এসেছে একটা সময় সুড়ঙ্গ; ববকে বোঝাচ্ছে, ওই সুড়ঙ্গে তার পা রাখা উচিত! কিন্তু অনেক বুঝিয়েও যখন ব্যর্থ হলো, তখন নিজেই জোড় করে ববকে ঠেলে দিল সুড়ঙ্গের ভেতর! বেশ অনেক...অ-নে-কক্ষণ পর জ্ঞান ফিরল ববের। নিজেকে সে আবিষ্কার করল স্বৈরশ নামক এক লোকের রাজত্বে...কিন্তু সময়টা? বিশ হাজার বছর ভবিষ্যতে! শুরু হলো ববের বিদ্রোহ, স্বৈরশকে থামাবার পরিকল্পনা। কিন্তু শেষ পর্যন্ত যা হলো, তাতে পিলে চমকে গেল খোদ ববেরই। কে এই স্বৈরশ? আর কেনই-বা তাকে হারানো এতটা জরুরি মনে হচ্ছে ববের? এ সং ফর লিয়া বিশেষ মানসিক ক্ষমতার অধিকারী রব আর লিয়াকে ভাড়া করেছে গভর্নর ভ্যালকারেনগি; কারণ একটাই: ষ্কিনদের দেখাদেখি নিজেকে এক পরভোজী প্রাণির হাতে সোপর্দ করছে একের-পর-এক মানুষ! কিন্তু কেন? কী এই একীনতা, যার জন্য পাগল হয়ে যাচ্ছে মানুষরা? কেন মানবজাতির চাইতে অনেক বেশি পুরনো সভ্যতা হওয়া সত্ত্বেও কেবলমাত্র একটা গ্রহে আটকে আছে ষ্কিনরা? কে ডাকছে লিয়াকে? কে তাকে আহ্বান করছে একীনতার দিকে? লিয়া কি পারবে সেই আহ্বানকে অস্বীকার করতে? নাকি রব হারাবে তার সঙ্গিনী, তার অংশীদার, তার প্রেমিকাকে?
Md. Fuad Al Fidah জন্মগ্রহণ করেছেন ২৫ জুন, ১৯৮৮ সালে তার নানা বাড়ি সিরাজগঞ্জে। বাবা পেশায় ইঞ্জিনিয়ার ও মা গৃহিণী। তার জীবনের প্রথম অংশটুকু কেটেছে পাটগ্রাম আর চট্টগ্রামের বাঁশখালীতে। রাজধানীর আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে এস.এস.সি. ও। রেসিডেনশিয়াল মডেল কলেজ থেকে এইচ.এস.সি. পাশ করেন তিনি। পরবর্তীতে তিনি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ থেকে এম. বি. বি. এস. পাশ করেন। লেখালেখিতে তিনি আসেন মূলত শখের বশে।