বং-দের দেশ মানে আমাদের এই বাংলাদেশে মানব বসতির ইতিহাস বহু প্রাচীন। বাংলাদেশের হাজার হাজার বছরের ইতিহাসের সব প্রমাণ এখনও পর্যন্ত আমাদের কাছে ধরা দেয়নি। তবে যতটুকু প্রমাণ আছে তাতে বোঝা যায় আমাদের এই দেশের অতীত ঐতিহ্য অত্যন্ত গৌরবময়। সেই ইতিহাসকে অবলোকন করা, ছুঁয়ে দেখার প্রচেষ্টা করা হয়েছে এই কাহিনিতে। প্রাচীন বিশ্বে আমাদের এই উপমহাদেশের অবস্থান ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এই এলাকা ছিল তৎকালীন প্রাচীন বিশ্ব বাণিজ্য ব্যবস্থার অন্যতম শক্ত ঘাঁটি। এই কাহিনির ঘটনাকাল খ্রিষ্টপূর্ব ১৫৭০ অর্থাৎ আজ থেকে প্রায় সাড়ে তিন হাজার বছরের পূর্বের। ঘটনার শুরু আমাদের প্রিয় নদী মাতৃক বাংলাদেশেই। ঘটনা প্রবাহ বিস্তৃত হয়েছে প্রাচীন বাংলাদেশ থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার ভারতীয় উপমহাদেশ, বঙ্গোপসাগর, ভারত মহাসাগর, আরব সাগর, লোহিত সাগর, আরব উপদ্বীপ, মিশর, পশ্চিম এশিয়া ও ভূমধ্যসাগরের ক্রিট দ্বীপ পর্যন্ত। ঘটনাক্রমে মুখোমুখি হতে হবে আমাদের এই এলাকার প্রাচীন সভ্যতা, মিশরীয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা, মিনোয়ান সভ্যতা ইত্যাদি প্রাচীন সভ্যতা সমূহের। সেই সাথে এই কাহিনিতে বর্ণিত হয়েছে যোজন যোজন দূরের দুই মহাদেশের দুই সাগর পাড়ের দুই প্রাচীন সভ্যতার দুজন মানব মানবীর হৃদয়ের রক্তক্ষরণের কথাও। এই কাহিনিতে বর্ণিত ঘটনাগুলোর অনেকগুলোকেই প্রাচীন সভ্যতার ইতিহাসের পাতায় পাওয়া যাবে।