পৃথিবীতে এমন অনেক লেখা আছে যে লেখাগুলো মানুষ মনে রাখবে তার মৃত্যুর পরেও, আর সেটা হলো ব্যক্তির অমর লেখনী এবং ভালো কিছু অর্জন। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, পল্লীকবি জসীমউদ্দীন, কবি কামিনী রায়, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ এং আরও অনেক কবি ও সাহিত্যিকদের মতো প্রতিভাবানদের অমর করে রেখেছে যুগযুগ ধরে তাদের অমর এবং বিখ্যাত লেখাগুলো পৃথিবীর বুকে। ‘কবি ও কবিতায় ঝালকাঠি’ যৌথ কাব্যগ্রন্থটিও হলো এমন একটি যুগান্তকারী প্রচেষ্টা যার মাধ্যমে মরে গিয়েও মানুষের মনে বেঁচে থাকার আশা হাজার বছর ধরে। ঝালকাঠিতে অগণিত প্রতিভাবান মানুষ আছেন, আছেন অনেক গুণী কবি ও লেখক। সবাইকে একসাথে করার একটি তীব্র ইচ্ছে ছিল অনেক দিন যাবৎ, আর সেই ইচ্ছেকে ধারণ করেই আমার এই উদ্যোগ। অনেক কবি আছেন আমার চেনার বাহিরেও সকলকে একসাথে আনা সম্ভব হয়নি; তবে যতটুকু সম্ভব চেষ্টা করেছি, এর ভিতরে ঝালকাঠির অনেক শ্রদ্ধেয় গুণী কবি ও লেখকদের সহযোগিতা পেয়েছি তাদের লেখা নিয়েই প্রকাশিত হয়েছে ‘কবি ও কবিতায় ঝালকাঠি’ যৌথ কাব্যসংকলন। সকলের দোয়া কামনা করছি আমাদের এই প্রচেষ্টার জন্য। সকল প্রিয় পাঠকদের এবং লেখকদের জন্য রইলো শুভ কামনা এবং ভালোবাসা অবিরাম। আমরা তোমাদের কাছে কিছু চাইতে আসিনি, এসেছি তোমাদের মনে মরে গিয়েও বেঁচে থাকতে - মিনহাজ সাদ্দাম