আইরা লেভিন আইরা মারভিন লেভিন, অগাস্ট ২৭, ১৯২৯ সালে ‘নিউইয়র্ক সিটির ‘ম্যানহাটন’-এ জন্মগ্রহণ করা একজন ‘আমেরিকান’ ঔপন্যাসিক, নাট্যকার ও গীতিকার। বড়ো হয়েছেন ‘ম্যানহাটন’ এবং ‘ব্রঙ্কস’ এ। লেভিন ‘নিউইয়র্ক’-এর ‘হোরেস মান স্কুল’-এ পড়াশোনা করেছেন। ১৯৪৬ থেকে ১৯৪৮ সাল পর্যন্ত ‘দেস মইনেস’, ‘আইওয়া’-তে ‘ড্রেক বিশ্ববিদ্যালয়’ এবং তারপর ‘নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়’-এ পড়াশোনা করেছেন, যেখানে তিনি দর্শন ও ইংরেজিতে ‘মেজর’ করেন। ১৯৫০ সালে তিনি স্নাতক সম্পন্ন করেন। ১৯৫৩ থেকে ১৯৫৫ সাল পর্যন্ত তিনি ‘আর্মি সিগন্যাল কোর’-এ চাকরি করেছেন। ঔপন্যাসিক স্টিফেন কিং আইরা লেভিনকে বর্ণনা করেছেন রহস্য উপন্যাসের ‘সুইস ঘড়ি নির্মাতা’ হিসেবে। জীবদ্দশায় লেভিন দু’বার বিয়ে করেছিলেন। প্রথমবার ‘গ্যাব্রিয়েল অরনসন’ (১৯৩৫-২০১৪) ও তারপর ‘ফিলিস সুগারম্যান’- কে (যিনি ২০০৬ সালে মারা যান) এবং তার তিন পুত্র- এডাম, জার্ড ও নিকোলাস (প্রথম পক্ষের) ও চার নাতিনাতনি রয়েছে। আইরা লেভিন-এর উপন্যাসসমূহ হলো- ‘এডগার অ্যাওয়ার্ড’ জয়ী ‘আ কিস বিফোর ডায়িং’ (১৯৫৩), ‘রোজমেরিজ বেবি’ (১৯৬৭), ‘দিস পারফেক্ট ডে’ (১৯৭০), ‘দ্য স্টেপফোর্ড ওয়াইভস’ (১৯৭২), দ্য বয়েজ ফ্রম ব্রাজিল’ (১৯৭৬), ‘স্লাইভার’ (১৯৯১) এবং ‘সন অব রোজমেরি’ (১৯৯৭)। নভেম্বর ১২, ২০০৭ সালে ‘ম্যানহাটন’-এর নিজ বাড়িতে হৃদরোগে আক্রান্ত হয়ে লেভিন মৃত্যুবরণ করেন।