#সলাত... ঈমানের পরই সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ ইবাদত। #সলাত... কিয়ামতের মাঠে সর্বপ্রথম যে আমলের হিসাব নেয়া হবে। #সলাত... যে আমলের হিসাব মিলে গেলে বাকি সব হিসাব সহজ করা হবে। এমন মহা গুরুত্বপূর্ণ ইবাদতকে রাসূলুল্লাহ (সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর সলাতের সঙ্গে হুবহু তুলে ধরার এক অক্লান্ত প্রয়াস । প্রায় শতবর্ষী আলেমে দ্বীন আল্লামা মুফতী মুহাদ্দিস মুহাক্কিক্ব শাইখ আব্দুল মান্নান বিন হিদায়াতুল্লাহ (রহিমাহুল্লাহ)_তার রয়েছে ২৮টির মতো স্বতন্ত্র রচনা ও সংকলন। দু একটি বাদে সবগুলোই তার জীবদ্দশায় নিজ তত্ত্বাবধানে প্রকাশ করেছিলেন। শেষ বয়সের অন্যতম সাধ ছিল বৃহৎ কলেবরে একটি পূর্ণাঙ্গ সালাত শিক্ষা রচনা করার। লিখেছিলেনও, প্রুফ কারেকশন ও সম্পদানার কাজও করে যান তিনি অক্লান্ত শ্রম ও মেধা দিয়ে। আল্লাহ তাকে জান্নাতুল ফিরদাউস নসীব করুন। আমীন! বিদগ্ধ এ মহাপন্ডিত ও দ্বীনের একনিষ্ঠ দাঈ মারা যান ২০০৮ এ। দীর্ঘ এক যুগ পর তার শেষ জীবনের সাধনার ফসল #সলাতুননাবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর #নতুনসংস্করণ আজ আপনাদের হাতে তুলে দিতে পেরে মহান রবের শুকরিয়া আদায় করছি, আলহামদু লিল্লাহ। #বইটিরঅনন্যবৈশিষ্ট্য: প্রতিটি বিষয়ের দালীলিক আলোচনা_সহীহ-যঈফ উল্লেখ সহ। আর সাথে সাথে কোন মাসয়ালা সম্পর্কিত আলোচনায় হাদীসের বর্ণনাকারী রাবী সম্পর্কেও আলোচনা রয়েছে- কী কারণে কেন সে রাবীর বর্ণনা গৃহীত হবে বা পরিত্যাজ্য হবে।