শত ব্যস্ততার মাঝেও গবেষণাধর্মী গ্রন্থ রচনায় নিরলস পরিশ্রম করে চলেছেন। পুরস্কার : গাগুচিল সাহিত্য পুরস্কার (২০১২), বিমল সরকার সাহিত্য সম্মাননা, গাইবান্ধা (২০২১), সাহিত্য দিগন্ত লেখক পুরস্কার (২০২২), বিন্দুবিসর্গ সাহিত্য সম্মাননা, গাইবান্ধা (২০২২)। জ্যোতির্ময় সেন সংকলিত ও সম্পাদিত 'পৌরাণিক শব্দের উৎস অভিধান' গ্রন্থটি সুধী মহলে ব্যাপক পাঠকপ্রিয়। সেই ধারাবাহিকতায় তিনি পাঠকদের সামনে এবার নিয়ে এলেন 'অভিশপ্ত পৌরাণিক চরিত্র' শীর্ষক গ্রন্থটি। ভিন্নধর্মী এই গ্রন্থে চার শতাধিক পৌরাণিক চরিত্রের অভিশপ্ত অংশ সংকলিত হয়েছে সংস্কৃত আকরগ্রন্থকে অবলম্বন করে। পৌরাণিক কাহিনির দেব-দেবতা, মুনি-ঋষি, ক্ষত্রিয়, রাজা, ব্রাহ্মণ প্রভৃতি চরিত্রের শাপ-শাপান্ত অংশটকু গ্রন্থে বর্ণিত হয়েছে। যুগ যুগ ধরে সঞ্চিত ঐতিহ্য ও ধর্মীয় চেতনার মাধ্যমে বেদ-পুরাণের এসব কাহিনি পল্লবিত হয়ে এসেছে বংশপরম্পরায়। এসব ঘটনার প্রতি রয়েছে মানুষের বিশ্বাস, গভীর শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। অভিশপ্ত পৌরাণিক চরিত্রের অনেক জানা-অজানা সরস এবং মজাদার কাহিনি জ্যোতির্ময় সেন অনুগল্প আকারে এই গ্রন্থে সন্নিবেশ করেছেন। গ্রন্থে বর্ণিত প্রতিটি চরিত্রের মধ্যে আছে বিষয়বৈচিত্র্য। আছে নানা ঘটনার টানাপোড়েন। অনুসন্ধিৎসু পাঠক অভিশপ্ত পৌরাণিক চরিত্র গ্রন্থটি পড়ে আনন্দরসে আপ্লুত হবেন, তা বেশ জোর দিয়েই আমরা বলতে পারি।