স্থান: এক অজানা নামহীন অরণ্য। কুশীলব: উইলিয়াম শেক্সপিয়র সৃষ্ট চারজন অভিজাত পুরুষ, তাদের স্ত্রী/প্রেমিকা, একজন কাঠুরে এবং বনের পশুপাখি। এই নাট্যচরিত্রগুলো নিয়ে বেড়ে ওঠা নাটকের আখ্যান মূলত নারীর প্রান্তিকতা, পুরুষতান্ত্রিকতা, মানুষের অস্তিত্বের সংগ্রাম, সমাজের বিভাজন, এবং তারই মাপকাঠিতে মানুষের চাহিদার অনৈক্য, মানুষ ও পরিবেশের পরস্পরের বোঝাপড়া ও উভয়ের আস্তিত্বিকদ্বন্দ্ব, এবং সর্বোপরি চূড়ান্ত অনুধাবনে জীবনের উপলব্ধির কাছে প্রশ্ন: আমাদের পরিত্রাণ কি অরণ্যের বা আদিমতার কাছেই ফিরে যাওয়া? নাট্যচরিত্র সৃষ্টিতে ঈশ্বরতুল্য শেক্সপিয়রের আটজন নারী-পুরুষ, নাট্যকারদ্বয় উদ্ভাবিত হতদরিদ্র কাঠুরে, বনের গাছ-গাছালি এবং নিরীহ প্রাণীদের আকস্মিক অনুঘটনে যে নাট্যকৃতি প্রস্তুত হয় তার ভেতর পাওয়া যায় উইলিয়াম শেক্সপিয়রের অব্যাক্ত, অলিখিত বক্তব্যের ইঙ্গিত, এবং নাটকের বিধৃতি এক সরলরৈখিক যাদুবাস্তবতা আশ্রয়ে, আপাত অনুভবে দৈনন্দিন সংলাপের মাধ্যমে হয়ে উঠে গাঢ় অর্থবহ। 'অরণ্য' নাটকের এক গভীর অনুষঙ্গ, কারণ অরণ্য শেক্সপিয়রের একাধিক নাটকের (অ্যাজ ইউ লাইক ইট এবং ম্যাকবেথ) নাট্যাভিনয় স্থান, যে স্থানকে তিনি মনে করতেন এক যাদুক্রান্ত ভৌতিক পরিবেশ, যেখানে মানবজীবন এবং পশুপাখি, গাছ-গাছালির জীবন যেমন এলোমেলো, দুর্বোধ্য, রহস্যময় হয়ে যায় তেমনি মিলেমিশে একাকারও হয়ে উঠে; একসময় সকল প্রাণী রূপান্তরিত হয়ে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি করে, জীবজগৎ এক মন্বন্তরকাল অতিক্রান্ত করে পৌঁছে যায় অপর এক বোধে। একটি মরাগাছ ও চারজন নারীর স্বপ্নভঙ্গ নাটকেও তাই ঘটেছে।
আবদুস সেলিম (সেপ্টেম্বর ১৯, ১৯৪৫) সাহিত্য জগতে মূলত নাটক ভাষান্তর কর্মে ব্যাপৃত। তাঁর অনূদিত মোট নাটকের সংখ্যা উনিশ-যার সব ক'টিই বাংলাদেশের মধ্যে সফলভাবে অভিনিত। এ ছাড়া ষাট ও সত্তর দশকের নির্বাচিত বাংলা কবিতার ইংরেজি অনুবSelected Poems from Bangladesh এবং মেট্রন্ট ব্রেশট-এর কবিতার অনুবাদ সংকলন 'ববিতা'। বিচ্ছিন্নভাবে যুগপৎ বাংলা/ইংরেজিতে অনুবাদ ও বিভিন্ন গ্রন্থ সংকলন ও পত্র-পত্রিকায় প্রকাশও করেছেন বোর্হেস, ফুয়েন্তেস, পাজ-এর প্রবন্ধ এবং কিংসলে অ্যামিস, জন সিলকিন, মায়া অ্যাঞ্জেলু টেড হিউস, জন বেটজামেন, চিনুয়া অ্যাচেবে, আর, কে. নারায়ণ, পাবলো নেরুদা, শওকত আলী ও আবদুল মান্নান সৈয়দ-এর কবিতা, ছোট-গল্প ও স্মৃতিকথা। আবদুস সেলিম সফল মঞ্চ নাটক অনুবাদ কর্মের স্বীকৃতি হিসেবে শহীদ মুনীর চৌধুরী স্মৃতি পদক ও জাপান-এর উচিমুরা পুরস্কারে ভূষিত।