চিরায়ত বাংলা কবিতার প্রতি নিবিষ্ট অনুরাগী অয়ন সাহা তারুণ্যের কবি হলেও তিনি সময় এবং জীবন সচেতন। দীর্ঘপথ পরিক্রমায় হোঁচট খেতে-খেতে জীবন তাকে দাঁড় করিয়েছে অনুরাগের কবি হিসেবে। ছাত্রজীবন ও লেখাপড়ার পাশাপাশি,সেই ছোট বয়সেই তার মনের ভেতর নানাভাবে নাড়া দিতো ঘুণেধরা সমাজের অসংগতি ও অন্যায়। সামাজিক পারিপার্শিকতায় অবচেতন মন গুমরে গুমরে কেঁদে উঠতো, বিদ্রোহী হতো তার কলম।পাঁজর ভাঙা কষ্টগুলো ঠাঁই নিতো সাদা জমিনে।সেই বলা চলে কবিতার মাঠে তার এগিয়ে চলা। উদীয়মান এই কবির অসংখ্য লেখায় ভরে যেতে থাকে পৃষ্ঠার পর পৃষ্ঠা।এগিয়ে চলে একটি সফল কবিতার বই এর পান্ডুলিপি। মান-অভিমান,পাওয়া না-পাওয়ার ব্যাথায় কবির পাঁজর ভেঙে শব্দ ও অক্ষরের মিলনে পান্ডুলিপিটি তৈরী হয়। তারুণ্যের এই উদীয়মান কবি বাংলার আকাশ-জল-বাতাস,অসংগতি, প্রেম-বিরহ, দেশ প্রকৃতির ভালবাসায় আপ্লূত হয়ে লিখে যাচ্ছেন অনাবরত।পড়াশোনার ক্ষেত্র তার লেখালেখিতে কোন ছেদ আনতে পারে নি। বহুমাত্রিক ভাবনাকে আকড়ে ধরেই কবি তার কবিতার ছন্দমালা ও শব্দ সাজিয়েছেন।প্রতিটি কবিতায় কবি তুলে ধরেছেন শুভবোধ- মঙ্গলাকাঙ্ক্ষা-প্রেম-বিভ্রমও স্মৃতিকাতরতা। তবে প্রকৃতির ক্ষুদ্র কিন্তু প্রাসঙ্গিক অনুসঙ্গগুলো তুলে ধরেছেন দক্ষ কারিগরের মতো।