প্রেম আর বিয়ে এক জিনিস না। প্রেম হলো এক ধরনের আবেগ আর বিয়ে হলো বাস্তবতা। বিয়ের পর আস্তে আস্তে আবেগ কেটে যায় সম্মুখীন হয় বাস্তবতার। বাস্তবতার সাথে সেই আবেগকে মেলাতে গিয়ে বারবার হোঁচট খায় আর তখনই আবেগে গড়া স্বপ্নগুলো ভেঙে যেতে থাকে। ভেঙে যায় মনটিও। তখন আর প্রিয় মানুষটির সঙ্গ ভালো লাগে না। আর তাতে দিনের পর দিন দূরত্ব বাড়তে থাকে। মানুষ বিয়ে করে সৌন্দর্য,চাকরি,টাকা-পয়সা ও ক্ষমতা দেখে। কিন্তু বিয়ের পরে মানুষ এগুলোর সাথে অভ্যস্ত হয়ে যায়। ফলে রকেটের গতিতে তৈরি হওয়া মোহগুলো কচ্ছপের গতিতে রূপ নেয়। তখন সংসার হয় দুটি মনের সাথে। দুটি মন যদি সবকিছু মানিয়ে নিতে পারে তাহলেই সংসার সুখের হয়। তবে প্রেম ভালোবাসা মায়া মহব্বত সবকিছুই এক সময় কেটে যেতে পারে কিন্তু যারা দায়িত্বশীল বা মানবিক তাদের অন্তত দায়বদ্ধতা বা মানবিকতাটা থেকেই যায়। অবশেষে তারা সেই দায়িত্বটা পালন করেই যায়। সর্বোপরি সৌন্দর্য, ক্ষমতা, চাকরি ও টাকার চেয়ে একজন দায়িত্বশীল পুরুষ বা নারীই পারে একটি সংসারকে ধরে রাখতে। তাই সঙ্গী নির্বাচনের সময় সবারই উচিত একজন দায়িত্বশীল মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নেওয়া। উপন্যাস: ভালোবাসি - রেদোয়ান মাসুদ
রেদোয়ান মাসুদ বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, ঔপন্যাসিক ও ছড়াকার। কবিতা দিয়ে সাহিত্য জগতে প্রবেশ করলেও একজন ঔপন্যাসিক হিসেবেই সবচেয়ে বেশি পরিচিত। রেদোয়ান মাসুদের জন্ম ৬ই জানুয়ারী শরীয়তপুরের জাজিরায়। তিনি বাংলাদেশের সর্ববৃহৎ তথ্য ভান্ডার বাংলাকোষ এর প্রতিষ্ঠাতা ও সি ই ও, হেলথ এইড হাসপাতাল লিঃ এর পরিচালক ও জনপ্রিয় নিউজ পোর্টাল মোড়ল নিউজ এর প্রকাশক। ২০১৪ সালে একুশে বইমেলায় প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ ‘মায়ের ভাষা’। ২০১৮ সালে প্রকাশিত হয় তার প্রথম উপন্যাস ‘অপেক্ষা-১’। ২০২২ সালে প্রকাশিত হয় তার প্রথম ম্যাক্সিম ‘জোছনায় পোড়া চোখ’। তার শৈশব ও কৈশর কেটেছে শরীয়তপুর ও মাদারীপুরের প্রত্যন্ত গ্রামে। মাছ ধরা, ঘেলাধুলা ও বাগান করা ছিল তার প্রিয় শখ অথচ এই ইটপাথরের দেওয়ালঘেরা শহরে তাকে পেয়ে বসেছে লেখার জগতে। তবে শহরের এই যান্ত্রিক জীবনেও তাকে বারবার তাড়িয়ে বেড়ায় গ্রামের সেই মা ও মাটির গন্ধ। রেদোয়ান মাসুদ দুঃখ-দুর্দশাগ্রস্থ মানুষকে খুব বেশি ভালবাসেন। শত ঝামেলার মাঝেও তিনি তাদের পাশে দাঁড়াতে কার্পণ্যবোধ করেন না। তিনি ততোটা জাঁকজমকপূর্ণ জীবনযাপনে আগ্রহী নন। তাই আধুনিকতার এই যুগে একেবারে সাধারণ জীবনযাপন করছেন।