আমি আশাবাদ ব্যক্ত করছি যে, মোটিভেশনাল মোমেন্টস পুস্তকটিকে আপনারা জ্ঞানগর্ভ এক আলোচনা হিসেবে গ্রহণ করেছেন এবং এই আলোচনাকে আপনার জীবনে যে সকল মানুষ গুরুত্ব বহন করে চলে তাদের সঙ্গে ভাগ করে নেবেন। এই গ্রন্থটিকে বিশেষ করে তাদের প্রতি উৎসর্গ করা হয়েছে যারা এই বইয়ে থাকা উক্তিগুলোকে পোস্ট করার সঙ্গে সঙ্গে লাইক করেছেন, রিটুইট করেছেন এবং শেয়ার করে ছড়িয়ে দিয়েছেন। পোস্টকৃত উক্তিগুলোতে আপনাদের করা কিছু মন্তব্য আমাকে রীতিমতো ছুঁয়ে গেছে। ‘মুফতি মেংক, আপনার পোস্টগুলো পড়ার পূর্বমুহূর্ত পর্যন্ত আমি অন্ধকারে ছিলাম। এখন এই উক্তিগুলো আমার দৈনন্দিন জীবনের অত্যাবশ্যকীয় বিষয়গুলোর মতোই হয়ে গিয়েছে।’ ‘আমি সত্যি সত্যিই এমনটা চাচ্ছিলাম যে, আমার জীবনকে শেষ করে ফেলি। আমি খুবই হতাশাগ্রস্ত ছিলাম। আমার একজন বন্ধু আমাকে আপনার পেজের সন্ধান দেয়। আমি এখন আমার জীবনকে ভিন্নভাবে দেখি।’ ‘আমার নিজের প্রতি করুণা হতো আর আমার নিজের প্রতি কোনো বিশ্বাস ছিল না। আপনার উক্তিগুলো আমার দৃষ্টিভঙ্গি পরিবর্তনে সাহায্য করেছে। আপনার উক্তিগুলো ইতিবাচক হওয়ার ধারণা দেয়।’ উদ্ধৃতিগুলো প্রায়শই পাঠ করুন এবং গুরুত্ব সহকারে সেগুলো নিয়ে চিন্তা-ভাবনা করুন। অবশ্যই, কাজ না করলে কথার কোনো মূল্য থাকবে না। আমি আশাবাদী, উক্তিগুলো আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য আপনার প্রেরণা বৃদ্ধিতে সহায়তা করতে পারবে।