ফ্ল্যাপে লিখা কথা ১৯৭৪ সনে প্রথমে প্রকাশিত ‘ফরাসি বিপ্লবের পটভূমি’-র এ হচ্ছে পরিমার্জিত সংস্করণ। সামন্তবাদ, সাম্রাজ্যবাদ, সম্প্রসারণবাদ, শোষণ ও নির্যাতন- নিপীড়নের বিরুদ্ধে ফরাসি বিপ্লবের সূচি ‘সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্বে’র অমোঘ বাণী সভ্যতার বিবর্তনে, রাষ্ট্রের উত্থান ও বিকাশে এবং বৃহত্তর জনমানুষের আশা-আকাঙ্খার সম্পূরণে সুবিশাল অবদান রাখে। তাই এ বিপ্লবের সামাজিক, রাজনৈতিক ও অর্থনীতির পরিপ্রেক্ষিত জানা অত্যাবশ্যক।
এ গ্রন্থে সামাজিক শোষণের প্রক্রিয়া ও হাতিয়ার যেমন বিশ্লেষণ করা হয়েছে তেমনি সেই শোষণের রাজনৈতিক ঐতিহ্য ও প্রতিষ্ঠান এবং অর্থনৈতিক বৈষশ্যের সূত্র ও ধারা তুলে ধরা হয়েছে।
এছাড়া, ফরাসি বিপ্লবের পটভূমি সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরাসি চিন্তাবিদ ও বুদ্ধিজীবীদের ভূমিকা। বিপ্লবপূর্ব ফরাসি দর্শন ছিল যুক্তিভিত্তিক কিন্তু সংবেদনশীল, এমনকি ভাবাবেগ তাড়িত। সেই দর্শনে শুধু নীতিসূত্রের তত্ত্বগত সাধারণীকরণ করা হয়নি, এতে তৎকালীন বা সনাতন ব্যবস্থার এবং প্রতিষ্ঠানাদিরও বিধান ছিল। গ্রন্থে ফরাসি বিপ্লবপূর্ব দর্শন ও চিন্তাধারার এসব বিভিন্ন চিত্তাকর্ষক দিক বিশ্লেষণ করা হয়েছে।
তদপরি, গ্রন্থে ফরাসি বিপ্লবের অব্যবহিত এবং প্রত্যক্ষ কারণসমূহও বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে। অন্যান্য যে-কোনো বিপ্লবের মতো ফরাসি বিপ্লবও ছিল বহু শতকের পুঞ্জীভূত অভিযোগ ও ব্যথা-বেদনার ফলশ্রুতি এবং অন্যান্য বিপ্লবের মতো এ বিপ্লবও সংঘটিত হয় কিছু কিছু অব্যবহিত ঘটনার পরিপ্রেক্ষিতে। স্বাভাবিক কারণে গ্রন্থে বিপ্লবের অভ্যুত্থানে এসব ঘটনার ভূমিকা ও প্রেক্ষাপট ব্যাখ্যা করা হয়েছে।
পরিশেষে, গ্রন্থে ফরাসি বিপ্লবপূর্ব ইউরোপের সকল দেশে সনাতন ব্যবস্থার স্বরূপ একই ধরনের হওয়া সত্ত্বেও ফ্রান্সে কেন এ বিপ্লব সংঘটিত হয় এ প্রশ্নেরও অবতারণা করা হয়। পাঠকের বোঝার সুবিধার্থে সহজভঅবে এ প্রশ্নের উত্তর ইউরোপের বিভিন্ন দেশের সনাতন ব্যবস্থার প্রেক্ষাপটে আপেক্ষিকভাবে তুলে ধরার প্রয়াস মেলে।
দু’দশকের অধিককাল থেকে ‘ফরাসি বিপ্লবের পটভূমি’র জনপ্রিয়তাই বইটির এই পরিমার্জিত সংস্করণ প্রকাশের কারণ।
সূচিপত্র * বিপ্লব-পূর্ব ইউরোপ * বিপ্লবের পটভূমি * ফরাসি সমাজও বিপ্লব * রাজনিতিক অবস্থা ও বিপ্লব * আর্থনীতিক ব্যবস্থা * বুদ্ধিজীবী সম্প্রদায় ও বিপ্লব * বিপ্লবের প্রত্যক্ষ কারণ * ফ্রান্সে প্রথম কেন বিপ্লব হলো? * রাজবংশ পরিচয় * গ্রন্থপঞ্জি