"অপেক্ষার মেঘ" কাব্য গ্রন্থটি নিসর্গের উপাদান আকাশ, চাঁদ, নক্ষত্র, মৃত্তিকা আর মানব হৃদয়ের শাশ্বত প্রেম- প্রণয়ের নির্মোহ পাওয়ার আকাঙ্ক্ষা যেমনটি রয়েছে, প্রাপ্তির জন্যও রয়েছে অপেক্ষা অনন্তকালের। আবার রয়েছে না পাওয়ায় মধ্যে সফলতা খুঁজে পাওয়ার ক্লান্তিহীন অনন্ত প্রয়াস এবং কল্পনার প্রতিটি অনুকল্পে উপমার অন্তরালে যেমন কোমল আবরণে প্রিয়তমকে কল্পনা করা যায় ঠিক তেমনি স্রষ্টা ও তাঁর সৃষ্টির প্রতি ভালোলাগার তীব্র আকাঙ্ক্ষা অনুভব করা যেতে পারে কোথাও। সময়ে - দুঃসময়ে যে মানব মনের প্রেম প্রকৃতি সঙ্গতায় ও নিঃসঙ্গতায় প্রতিকূলে বহমান,তার অনুভব অন্ধকারে -আলোতে পরখ করার মতো জীবন্ত অনুভূতি পাওয়া যায়। আবার সুখ ও দুঃখের সমান্তরালে চলার পথে অন্তঃস্থিত ভালোবাসার দ্রোহ ও নিপীড়নের প্রতি প্রতিবাদ-এর প্রতিচ্ছবি বিভিন্ন কবিতার বিন্যাসে অঙ্কিত হয়েছে চিত্রপট "অপেক্ষার মেঘ" যা কখনও কল্পনা,স্বপ্নচারী ও বাস্তবের ভালোবাসার অবিচ্ছেদ্য সংযোগ স্থাপনকারী কাব্য- "রক্তাভ লাল গোলাপ ফুটন্ত তোমার রক্তে দেহে বারুদের গন্ধ প্রেম ও যুদ্ধের প্রয়োজন তোমার ভালোবাসার -যুদ্ধে যাবার অনুমতি নিবে কার যুদ্ধে যাবার- ভালোবাসার"