অবতরণিকা إِنَّ الْحَمْدَ للهِ نَحْمَدُهُ وَنَسْتَعِيْنُهُ وَنَسْتَغْفِرُهُ، وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُوْرِ أَنْفُسِنَا، وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا، مَنْ يَهْدِهِ اللهُ فَلا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلِ اللَّهُ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لا إلهَ إلا اللهُ وَحْدَهُ لا شَرِيكَ لَهُ، وَأَشْهَدُ أَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُوْلُهُ নিশ্চয় সব প্রশংসা আল্লাহর জন্য; আমরা তাঁর প্রশংসা করি, তাঁর সাহায্য প্রার্থনা করি এবং তাঁর কাছে ক্ষমা চাই; আর আমাদের নফসের জন্য ক্ষতিকর এমন সব মন্দপ্রবৃত্তি এবং আমাদের সবধরনের মন্দ আমল থেকে আল্লাহর কাছে আশ্রয় চাই। আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন, কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না; আর তিনি যাকে পথহারা করেন, কেউ তাকে পথ দেখাতে পারবে না। আর আমি সাক্ষ্য দিচ্ছি, আল্লাহ ছাড়া কোনও উপাস্য নেই। তিনি একক। তাঁর কোনও অংশীদার নেই এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি, মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর বান্দা ও রাসুল। যে গ্রন্থটি আপনাদের নবীজীর দুআয় ধন্য, মায়ের সেবায় অন্তঃপ্রাণ ওয়ায়েস কারনী রহ. নামে রয়েছে, এটার রচনা-কাজ সম্পন্ন হওয়ার ক্ষেত্রে সর্বপ্রথম আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। এরপর ওইসব উলামায়ে কেরাম, শিক্ষকমণ্ডলি ও মুবাল্লিগদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, যাঁরা আমাকে সাহাবা ও তাবেয়ীনে কেরামের জীবনী অধ্যয়ন করতে বিশেষভাবে উৎসাহ যুগিয়েছেন। এ-কথা স্বীকার করতে দ্বিধা নেই—আধুনিক মুসলমানদের সাথে ইসলামের প্রথম যুগের মুসলমানদের জীবনের বিরাট ব্যবধান সৃষ্টি হয়ে গেছে। অনেকেই জানে না, অগ্রাধিকারভিত্তিতে কোনটা প্রাধান্য পাওয়ার যোগ্য। তারা সাহাবা ও তাবেয়ীদের জীবনীর তুলনায় এখন অন্যান্য স্কলার, মনীষী ও মুবাল্লিগদের জীবনী অধ্যয়নে অধিক উৎসাহী। অথচ খাইরুল কুরূনের মনীষীদের জীবনী অধ্যয়নে ইসলামের সবধরনের জ্ঞান-বিজ্ঞান সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান লাভ করা সম্ভব। প্রকৃতপক্ষে এই গ্রন্থ রচনার স্বপ্ন লালন থেকে নিয়ে শেষ হওয়া পর্যন্ত আমি প্রতিটি পদে আল্লাহ তাআলার সাহায্য পেয়েছি। তিনি আমার পথের সব বাধা
এ সময়ের প্রতিভাদীপ্ত লেখক ও অনুবাদক। লেখালেখির জগতে পদার্পণ শৈশবকালেই। শিক্ষা ক্ষেত্রে জামিয়া ইসলামিয়া পটিয়ায় দাওরায়ে হাদীস সম্পন্ন করে ২০০২ সালে। জামিয়া ফারুকিয়া করাচি থেকে তিনি তাখাসসুস ফি উলুমিল ফিকহের ডিগ্রি নেন। নাজিরহাট বড় মাদরাসা থেকে সুদীর্ঘ দুই যুগেরও অধিককাল ধরে নিয়মিত প্রকাশিত মাসিক দাওয়াতুল হক পত্রিকার নির্বাহী সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন। ‘সুচিন্তা’ ও ‘শিকড়’ও তার সম্পাদিত সাময়িকী। এছাড়া নিরলসভাবে লিখে চলেছেন বিভিন্ন জাতীয় দৈনিক, সাপ্তাহিক ও মাসিক পত্রিকায়। ১৯৮১ সালের ২৮ মার্চ চট্টগ্রামের ফটিকছড়িতে জন্ম নেয়া বরেণ্য এই আলেমের ৪০ টির অধিক বই রয়েছে বাজারে। তাঁর মৌলিক বইয়ের মধ্যে রয়েছেÑ নাফ তীরের কান্না; স্বর্ণযুগের সম্রাট; অপরাধ : উৎস ও প্রতিকার; পুত্রের প্রতি পিতার পত্র ও উপদেশ; আসহাবে কাহাফ; দেহমনের পাপ; পড়ালেখার কলাকৌশল; ইসলামের দৃষ্টিতে হালাল হারাম।