চারটি বইয়ের সংক্ষিপ্ত বিবরণ 💞 জান্নাতি দুলহান বইটি ইমান জাগানিয়া গল্প ও আত্মউন্নয়ন মূলক গল্প দিয়ে সাজানো হয়েছে। এ বইয়ের প্রতিটি গল্প আমার হৃদয় ছুয়েছে। আশাবাদী এ বইয়ের সকল গল্পই পাঠকের কাছে ভালো লাগবে। 💞 যে কারণে ইসলাম সর্বশ্রেষ্ঠ বইটিতে ইসলামের এমন দূর্লভ দূর্লভ তথ্য এনে ইসলামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করা হয়েছে যে, আমার মনে হয়েছে আমাদের সবারই এসব তথ্য নলেজে রাখা জরুরী। এ বইটিতে আমি এমন কিছু তথ্য পেয়েছি যা ইতিপূর্বে অন্য কোথাও থেকে শুনিনি বা পড়িনি। পাশাপাশি সকল তথ্য রেফারেন্স সহ উল্লেখ করা হয়েছে 💞 মক্কার ফজিলত ও মদিনার ফজিলত আমরা অনেকেই হজ্জ ও উমরাহ করতে যাই। তবে কোন জায়গার কেমন ফজিলত ও আমল রয়েছে তা জানা না থাকায় আমাদের ইচ্ছে থাকা সত্ত্বেও হজ্জ ও উমরাহর পরিপূর্ণ ফজিলত অর্জন করা কঠিন হয়ে পরে। এ গ্রন্থ দুটিতে মক্কা-মদিনার যাবতীয় ফজিলতপূর্ণ স্থান ও আমল যুক্ত করার প্রচেষ্টা করা হয়েছে। আশাবাদী আমরা যারা হজ্জ ও উমরায় যাবো তাদের জন্য এ গ্রন্থদুটি অনেক সহায়ক হবে ইংশা আল্লাহ। তাছাড়া যারা যাওয়ার ইচ্ছে করেছি তারাও গ্রন্থদুটি সংগ্রহে রাখতে পারেন। এতে নবিজির ভূমির প্রতি আমাদের টান বৃদ্ধি পাবে, পাশাপাশি সেখানে যাওয়ার প্রস্তুতি নেওয়া সহজ হবে ইংশা আল্লাহ।
Title
যে কারণে ইসলাম সর্বশ্রেষ্ঠ, মদিনার ফজিলত, জান্নাতি দুলহান, মক্কার ফযিলত - ৪ টি বইয়ের সেট