কিন্তু সমুদ্রের পানিতে যখন বসেছিলাম, একটা অদ্ভুত উপলব্ধি হয়েছিল আমার। সাগরের ঢেউ এসে প্রচণ্ড বেগে আছড়ে পড়ছিল আমার ওপর। আমাকে উল্টে-পালটে ফেলে দিচ্ছিল! গায়ে বালু আর শ্যাওলা লেগে যাচ্ছিল। অনেক লবণাক্ত পানি নাক, চোখ, মুখে ঢুকে বেশ জ্বালাপোড়া করছিল। এদিকে আমি তখন হাসছি খিলখিল করে। আমার মনে হচ্ছিল, সমুদ্র কত বিশাল! আর আমি কত ক্ষুদ্র! সমুদ্রের বিশালতার মাঝে আমার মনের সমস্যাগুলোকে যদি ফেলে দিই, তুলনায় তা কত ক্ষুদ্র, নগণ্য বলে মনে হবে! তলিয়ে যাবে এক নিমিষেই। এরপরেও জীবন চলার পথে আমরা আমাদের সমস্যাগুলোকে অনেক বড় মনে করি। মনে করি, ঝড়ের মতো আসা বিপদ আমাদের খেয়ে শেষ করে ফেলবে। অথচ দুদিন পর ঠিকই সেই বিপদ বুদবুদ হয়ে উড়ে যায়। কেন তাহলে ধৈর্যহারা হই? কারণ মহাপ্রকৃতির মাঝে আমরা যে মানুষ নিজেদের অনেক বড় কিছু ভাবি। সমুদ্র যেন আমার সেই অহংকারকেই ভেঙ্গে চুরমার করে দিচ্ছিল। আবার একটু পর সমুদ্র এসে আমার সারা গা ভিজিয়ে দিয়ে আমাকে আলিঙ্গন করে যেন কানে-কানে ফিসফিস করে বলল, ‘তুমিই সমুদ্র!’ কিন্তু সমুদ্রের পানিতে যখন বসেছিলাম, একটা অদ্ভুত উপলব্ধি হয়েছিল আমার। সাগরের ঢেউ এসে প্রচণ্ড বেগে আছড়ে পড়ছিল আমার ওপর। আমাকে উল্টে-পালটে ফেলে দিচ্ছিল! গায়ে বালু আর শ্যাওলা লেগে যাচ্ছিল। অনেক লবণাক্ত পানি নাক, চোখ, মুখে ঢুকে বেশ জ্বালাপোড়া করছিল। এদিকে আমি তখন হাসছি খিলখিল করে। আমার মনে হচ্ছিল, সমুদ্র কত বিশাল! আর আমি কত ক্ষুদ্র! সমুদ্রের বিশালতার মাঝে আমার মনের সমস্যাগুলোকে যদি ফেলে দিই, তুলনায় তা কত ক্ষুদ্র, নগণ্য বলে মনে হবে! তলিয়ে যাবে এক নিমিষেই। এরপরেও জীবন চলার পথে আমরা আমাদের সমস্যাগুলোকে অনেক বড় মনে করি। মনে করি, ঝড়ের মতো আসা বিপদ আমাদের খেয়ে শেষ করে ফেলবে। অথচ দুদিন পর ঠিকই সেই বিপদ বুদবুদ হয়ে উড়ে যায়। কেন তাহলে ধৈর্যহারা হই? কারণ মহাপ্রকৃতির মাঝে আমরা যে মানুষ নিজেদের অনেক বড় কিছু ভাবি। সমুদ্র যেন আমার সেই অহংকারকেই ভেঙ্গে চুরমার করে দিচ্ছিল। আবার একটু পর সমুদ্র এসে আমার সারা গা ভিজিয়ে দিয়ে আমাকে আলিঙ্গন করে যেন কানে-কানে ফিসফিস করে বলল, ‘তুমিই সমুদ্র!’