প্রাসঙ্গিক কথা মানুষের স্বরূপ সন্ধানী পর্যেষণা 'কোরানে মানুষতত্ত্ব' গ্রন্থের ৫ম খণ্ড (পরম্পরা-৫) প্রকাশ হলো। মানুষ বিষয়ে যাঁরা অনুসন্ধিৎসায় আগ্রহী তাঁরা এখানে নতুন কিছু তত্ত্বীয় ইঙ্গিত লাভ করতে পারেন। চিন্তার নতুন খোরাক পেয়ে পরবর্তীতে আরো জ্ঞানদীপ্ত ধারণায় সমৃদ্ধ হওয়ার উপায় খুঁজে পাওয়ার উৎসাহ বোধ করতে পারেন। তখন মানবজীবন নিয়ে চিন্তার পুনর্গঠন আরো সহজতর হবে। উন্নত চিন্তাই উন্নত কর্মের পথ দেখাতে পারে। মানুষ নিয়ে পবিত্র কোরান কী চিন্তা ব্যক্ত করেছেন তা নিয়েই এ গ্রন্থমালা প্রকাশ হয়ে চলেছে। অবশ্য কোরান থেকেই ইসলামি পরিবেশে সবাই কথা বলার দাবিদার, যদিও এক দলের সাথে আরেক দলের তেমন মিল নেই। এ গ্রন্থেও কোরান থেকেই বলার দাবি রয়েছে এবং সেই সাথে এ স্বীকারোক্তিও রয়েছে যে, অনেকেই এর সাথে ভিন্ন মত পোষণ করতেই পারেন। তবে মতের ভিন্নতা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু তা 'সকল মত পার্থক্য সত্ত্বেও শান্তিপূর্ণ সহাবস্থানের নিশ্চয়তাসহ' হোক। বাস্তব জীবনে নানান কারণে মানুষ নানারকম প্রতিবন্ধকতার শিকার হয়ে পড়েন। ফলে জীবন ঠিক মতো এগিয়ে যায় না। যেমন, বুদ্ধি-প্রতিবন্ধী। তাকে বুদ্ধি-প্রবণ কথা বুঝানো সম্ভব হয় না। কিন্তু বুদ্ধি বা জ্ঞানের এই প্রতিবন্ধকতা কেন ঘটে? এটা শুধু শরীর ঘটিত নয়, মন ঘটিতও। সমাজও এমন জটিল কিছু ঘটিয়ে দিতে তৎপর হতে পারে। অনুরূপ আধ্যাত্মিক ক্ষেত্রেও বহু জটিলতা রয়েছে। এই প্রতিবন্ধকতার শিকার মানুষ অধ্যাত্ম- প্রতিবন্ধী। আধ্যাত্মিকতায় তারা প্রতিবদ্ধ।