নবীনবাবুর বাড়িতে মহা হট্টগোল। মাঝে-মাঝে কান্নার কলরোল। নবীনবাবুর ছেলেটি কাল দুপুর থেকে নিরুদ্দেশ। ছেলের বয়স পনের বছর। মোহনবাগান-ইস্টবেঙ্গলের খেলা। ভয়ানক ভিড় হবে। সকাল-সকাল না গেলে সিট পাওয়া যাবে না বলে দুপুর বেলা তাড়াতাড়ি খেয়ে চঞ্চল বেরিয়ে গিয়েছিল মাঠে যাবার জন্য। রাত হয়ে গেল, তবু ফেরে না দেখে সব সম্ভব-অসম্ভব জায়গায় খোঁজ- খবর নিয়ে রাত্রি সাড়ে দশটার সময় নবীনবাবু গিয়েছিলেন থানায় । থানার দারোগাবাবু দেখা গেল ভারী তিরিক্ষি মেজাজের লোক। নবীনবাবু যেতেই রুক্ষস্বরে জিজ্ঞেস করলেন, “কি চাই?” বাষ্পরুদ্ধ কণ্ঠে নবীনবাবু বললেন, “আমার ছেলে হারিয়েছে।” দারোগাবাবু বললেন, “মাথা কিনেছে! লাগাও এখন রাত দুপুরে হাঙ্গামা।” খাতা-পেনসিল টেনে নিয়ে তিনি প্রথমে জিজ্ঞেস করলেন, “কতবড় ছেলে ?” “পনের বছর চলছে।” পেনসিল ফেলে দিয়ে দারোগাবাবু বললেন, “পনের বছরের ছেলে। পাগল কি?” “না। সে পালিয়ে গেছে।” “তাতে পুলিশের কি? খবরের কাগজে বিজ্ঞাপন দিন গে।” ভগ্নকণ্ঠে নবীনবাবু বললেন, “আমার সন্দেহ হয়— “সন্দেহ? কাকে সন্দেহ ?” " “বিশেষ করে কাউকে নয়, তবে মনে হয় যদি কোনো accident-এ কিছু না হয়ে থাকে, তবে বোধহয় কেউ তাকে চুরি করে নিয়ে গেছে।” হো হো করে হেসে দারোগাবাবু বললেন, “পনের বছরের ছেলেকে চুরি ! কি জন্যে করবে? যাকগে, কাউকে সন্দেহ করেন?” “আজ্ঞে না।” “কোনো clue পেয়েছেন ?” হতাশকণ্ঠে নবীনবাবু বললেন, “না।” দারোগাবাবু বললেন, “তবে আর কি করব! কে চুরি করতে পারে তা বলতে পারেন না, কেন চুরি করবে তার ঠিকানা নেই। কোনো clue নেই, চুরি যে করেছে কিনা তাও জানা নেই! মশাই, আমরা পুলিশ। জ্যোতিষী নই। বলুন কি জন্য চুরি
দেব সাহিত্য কুটীর বাংলা সাহিত্যে অন্যতম প্রথম ও প্রধান প্রকাশনা সংস্থা৷ এই সংস্থার প্রতিষ্ঠা কাল ১৮৬০৷ দেব সাহিত্য কুটীর প্রকাশিত অভিধান এবং ধর্মগ্রন্থ প্রথম থেকেই সবজ্যিনপ্রিয়৷ এছাড়া শিশু ও কিশোর পাঠ্য নানা ধরনের বই, ইংরেজি ক্লাসিক্সের অনুবাদ এবং শারদীয়া বার্ষিকী প্রকাশে দেব সাহিত্য কুটীর অন্যতম প্রধান পথিকৃৎ৷ অধুনা রড়দের এবং ছোটদের জন্য নানা ধরনের গল্প সংকলন, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনি এবং কমিকসও প্রকাশ করে চলেছে এই সংস্থা৷ এই সঙ্গে রয়েছে ছোটদের জন্য অসাধারণ একটি মাসিক পত্রিকা শুকতারা যা ৭০ রৎসরেও সগৌরবে এগিয়ে চলেছে৷ আর ৫৮ বছর ধরে রড়দের মনোরঞ্জন করে চলেছে মাসিক নবকল্লোল পত্রিকা৷ ণ্ডণে মানে বাংলা প্রকাশনা শিল্পে দেব সাহিত্য কুটীরইঁ এখনও এক এবং অদ্বিভীয়৷