ভ্রূণের আর্তচিৎকার’ কবি কুসুম তাহেরার তৃতীয় কাব্যগ্রন্থ। যেখানে তিনি জোৎস্নামায়ায় ভেজা দাঁড়কাক হয়ে লিখে চলেছেন আজন্ম অপেক্ষার কবিতা। বিষের পেয়ালায় আত্মাহুতি দিয়েছেন পরিযায়ী সন্ধ্যায় তিনি কবি। শব্দের বাহনে করে তিনি প্রবেশ করেন তৃষ্ণার্তদের হৃদয়ে। অবলোকন করেন তাদের আর্তি। উন্মাদনায় রুগ্ন ঘাসগুলোর ভেতর খুঁজে চলেন ভবিষ্যৎ সবুজ অর্থময় দিনান্তের। তিনি স্বপ্নদ্রষ্টা। মানুষকে স্বপ্ন দেখানোই তার কাজ। আর তাই উপেক্ষিত মায়ায়, ক্ষয়ে যাওয়া প্রেমেও তিনি সত্যিকারের সূর্য উদিত হওয়ার স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেন, কাম স্রোতে ইতিহাস সঞ্চারিত হবে মৌমাছির মৌবনে। কবি কুসুম তাহেরার বিশেষত্ব হল তিনি শব্দে কম্পন ধরিয়ে দিতে পারেন। শব্দের পারস্পরিক বিন্যাসে তরঙ্গ সৃষ্টি করতে পারেন। সেই তরঙ্গের ঢেউ কখনো পাঠকের হৃদয়ে এসে আছড়ে পড়ে। কখনো বা স্রোতস্বিনীর মতো বয়ে বয়ে চলে। কবি কুসুম তাহেরার এই কাব্যগ্রন্থে আমরা দেখতে পাই সৃষ্টির ব্যথা, সৃষ্টি উম্মাদনা, এমনকি সৃষ্টির ধ্বংস। আর তাই তাকে বলতে হয় শুকনো জমিতে মৃত শুক্রাণুরা মিছিল করুক। এবং তিনি উপমা হিসাবে গ্রহণ করেছেন প্রকৃতি। কেননা তিনি জানেন, মানুষ প্রকৃতি এবং প্রকৃতিতেই মানুষ ফিরে ফিরে আসতে চায়। - রিসতিয়াক আহাম্মেদ
জন্ম ২২ সেপ্টেম্বর, টাঙ্গাইলে। কিন্তু ঢাকাতেই বেড়ে ওঠা। বাবা আব্দুল বারী ও মাতা চপলা বেগম। ছয় ভাইবোনের মধ্যে তিনি চতুর্থ। কলেজ জীবন থেকেই বিভিন্ন ম্যাগাজিন জার্নালে নারীদের বিভিন্ন সমস্যা, অধিকার, নির্যাতন নিয়ে লিখে আসছেন। সুবিধাবঞ্চিত তৃণমূল পর্যায়ের নারীদের নিয়ে কাজ করেছেন বিভিন্ন প্রজেক্টে। ইউএনডিপি, রেডক্রসের প্রজেক্টে কাজ করেছেন। তার কবিতা বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন পোর্টালে প্রকাশিত হয়েছে। অর্থনীতিতে মাস্টাস করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। কবির প্রকাশিত গ্রন্থ- কষ্টের বর্ণমালা-২০২১ হৃদয়ের বিমূর্ত নিনাদ-২০২২ ভ্রূণের আর্তচিৎকার-২০২৩ দেহলীনা-২০২৪