বহুকাল পূর্বে গ্রিসের কারসা রাজ্যে এক মহামারি দেখা দিলো। রাজ্যের বহু মানুষের শরীর পচে গলে যেতে লাগল আর সেগুলো ছড়িয়ে পড়তে লাগল অন্যদের শরীরে। মুহূর্তে কারসা রাজ্যে হয়ে উঠলো নরক রাজ্য। এর কারণটা ধরতে পারল লর্ড বেম্যান। বলল এ সব অভিশাপ। আর অভিশাপ এসেছে আমাদের বিতাড়িত প্রিস্টদের জন্য। সে সকল বিতাড়িত প্রিস্টদের অশুভ কার্যকলাপের জন্য লর্ড তাদের ধরে জীবন্ত আগুনে পোড়াবার আদেশ দিলো যেমনটা দিয়েছিল নিরুপায় অসহায় হয়ে রাজ্যর ঘা ধরা মানুষদের অতীত পেড়িয়ে বর্তমান। প্যারিস চার্চ কর্তৃক আদেশ, বিতাড়িত প্রিস্ট হেরম্যানকে ধরতে হবে মিস্টার ক্লার্ককে। কারণ মিস্টার ক্লার্ক প্যারিস চার্চের একজন গোপন সাহায্যেকারী। যে কি না চার্চের হয়ে বিপজ্জনক সব কাজগুলোর সমাধান করার চেষ্টা করে। আর বিতাড়িত প্রিস্ট হেরম্যান এখন সম্পূর্ণ বিপদগামী। সে চায় ডেভিল লর্ড নেস্টরকে পুনরায় জাগ্রত করতে। যেটা একেবারেই চায় না চার্চ। কিন্তু হেরম্যান নিজের তাÐব শুরু করে দিয়েছে। আদেশ এলো মিস্টার ক্লার্কের নিকট তাকে যেতে হবে গ্রিসের কারসা রাজ্যে। হেরম্যানকে থামাতে এবং নেস্টর যেন পুনরায় জাগ্রত হতে না পারে। কিন্তু তাকে একা যেতে দিতে চাইল না তার ছেলে অ্যালেন। বলল ডেঞ্জার ক্লাবের গোটা টিম যাবে কারসা রাজ্যে। মিস্টার ক্লার্ক বলল সেখানে তোদের যেতে দেবে না চার্চ। কারণ সেখানে ওৎ পেতে আছে ভয়ংকর বিপদ। কিন্তু মিস্টার ক্লার্কের কোন কথাই শুনল না অ্যালেন। তার একবাক্যে। সে যাবেই তার বন্ধুদের নিয়ে কারসা রাজ্যে। বিপজ্জনক এই কাজে অংশ নিতে চার্চের নিকট পরীক্ষা দিতে হলো ছেলেদের। কারসা রাজ্যে প্রবেশের সাথে সাথে তারা বড়ো এক বিপদের সম্মুখীন হলো। সেই বিপদের মধ্যে দিয়ে পরিচয় ঘটল প্রিন্সেস ফিওনা, লর্ড এবং জেনারেলদের সাথে। এরপর তারা দেখলো এখানে শুধু তাদের শত্রæ হেরম্যান, নেস্টর নয়। এখানে মানুষও শত্রæ। আর তারা রাজ পরিবারের একান্ত কাছেরই মানুষ। কারসা রাজ্যে তারা আরও নতুন কিছু আবিষ্কার করল। ডেভিল আর মানুষের সাথে তাদের লড়াই হলো। যে লড়াইটা খুব একটা সহজ হলো না তাদের পক্ষে এবং খুব বড়ো খেসারত দিতে হলো মিস্টার ক্লার্ককে।