বাংলা ভাষা ও সাহিত্য: বাংলা সাহিত্য(২০) এবং ভাষা(১৫) মিলে বিসিএস প্রিলিতে ৩৫ এবং বিসিএস লিখিত পরীক্ষায় ২০০ নম্বরের প্রস্তুতি। প্রথমেই বলে রাখি এখন ট্রেডিশনাল ওয়েতে আগে শুধু এমসিকিউ তারপর লিখত নিয়ে ভাবনা এই পন্থায় সাফল্য কঠিন শুধু নয় অনেকের জন্য দুষ্কর হয়ে পড়বে। এখন শুরু থেকেই প্রিলি লিখিত মিলিয়ে প্রস্তুতি নিতে হবে। এর জন্য আলাদা লিখিত ও প্রিলি বই কিনে দুটি সিলেবাাের মধ্যে সমন্বয় করে পড়াটা একজন নতুন প্রার্থী হিসাবে কঠিন না হলেও যথেষ্ট সময়ক্ষেপণের বিষয় রয়েছে। ◑ বাংলা সাহিত্য ও ব্যাকরণ (Text Study) ➤বিসিএস সিলেবাসের আলোকে বাংলা টেক্সট বই। যাতে প্রতিটি অধ্যায়ে প্রিলির পাশাপাশি লিখিত বিগত প্রশ্ন ও নমুনা প্রশ্ন সংযোগ করা হয়েছে। ➤বাংলা সাহিত্যের চুম্বক অংশকে সহজে শেখার উপযোগী করে উপস্থাপন। ➤লেখক পরিচিত পর্বে সকল লেখকের ছবি সহ গুরুত্বপূর্ণ সৃষ্টিকর্ম গুলো বোল্ড করা হয়েছে। ➤ লিখিত পরীক্ষার প্রশ্ন সংযুক্ত করা হয়েছে যেনো প্রিলি লিখিত মিলিয়ে প্রস্তুতি নেওয়া যায়। ➤ব্যাকরণাংশে প্রতিটি অধ্যায়ের সবগুলো টপিক নিজে নিজে আয়ত্ত করার সুবিধার্থে কৌশল উপস্থাপন। ➤ সবকটি অধ্যায়কে সংক্ষিপ্ত অথচ পরিপূর্ণ নির্ভুল তথ্যে উপস্থাপন। ➤ লিখিত ও প্রিলি একই সাথে ব্যাকরণ আয়ত্ত করার সুবিধার জন্য লিখিত পরীক্ষার বিগত প্রশ্নের সমাধান সংযুক্ত।