ফ্ল্যাপ থেকেঃ তুমি আমার অক্সিজেন— অক্সিজেন—বেঁচে থাকার জন্যে অক্সিজেনের প্রয়োজনীয়তা অপরিসীম। একজন প্রেমিকের কাছে অক্সিজেনের প্রয়োজনীয়তা তার প্রিয় মানুষটিই। ভালোবাসা একজনের সঙ্গেই হয়। আর প্রেম! অনেকেই এর অংশীদার। মানুষ প্রয়োজনের তাগিদে কিংবা নানা অজুহাতে অথবা পরিস্থিতির দোহাই দিয়ে মুক্ত আকাশে উড়তে চায়। দিনশেষে একা হয় একজন সত্যিকারার্থে ভালোবাসার মানুষ। অশ্রুরা কপোল বয়ে পড়ে। বেদনার নীল চিঠি লিখে রাতের পর রাত। আপাদমস্তকে যেন এক জীবন্ত লাশ! আমরা প্রহর গুনি তার ফিরে আসার। নীড়ে ফেরার। গোধূলি পেরিয়ে সন্ধ্যা নামে। রাতের আকাশের চাঁদটাও বিদায় জানায়। এভাবে জীবন সায়াহ্নেও অপেক্ষা। আবেগের হলেও সত্যি—আমরা বেশিরভাগ ভুল মানুষকেই ভালোবাসি। ভুল মানুষের স্মৃতিগুলো আগলে রাখি ভালোবেসে, পরম যত্নে মিষ্টি অভিমানে। আমরা ভুলে যাই—সব ঝিনুকেই মুক্তো থাকে না। সব মেঘেই বৃষ্টি বর্ষে না। প্রতি খরাতেই রোদ হাসে না। তবুও ভালোবাসি। আর জীবন্ত মূর্তি হয়ে বেঁচে থাকি ভালোবাসার অভাব নিয়ে। এত অভাব নিয়ে একটা মানুষ বেঁচে থাকে কী করে? কোন শক্তিতে? কোন আশায়? কোন কামনায়? প্রশ্ন জাগে না মনে? হুম জাগে। তাহলে চলুন জেনে নেই "তুমি আমার অক্সিজেন"-এর মলাটের ভেতর থেকে। এস এম সোহাগ