মাসুদ পারভেজ পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কৃতি সন্তান। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, নাট্যকার ও গবেষক হিসেবে সমধিক পরিচিত। দীর্ঘদিন ধরে তিনি অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ স্যারের বিশ্বসাহিত্য কেন্দ্রের নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, নরসিংদী, কুষ্টিয়া, মেহেরপুর, বরিশাল ও ঝালকাঠি শহরে কাজ করেছেন এবং শ্রেষ্ঠ কর্মকর্তা হিসেবে দু’বার পুরষ্কৃত হয়েছেন। স্যার আহমদ ছফার সংস্পর্শে থেকে তিনি সাহিত্য চর্চা করেছেন বাংলাবাজার বিউটি বোর্ডিংয়ের নিয়মিত আড্ডায়। স্বরচিত কবিতা পাঠে কবি শামসুর রাহমানের হাত থেকে পেয়েছেন অভিনন্দনপত্র। এছাড়া তিনি কবি আল মাহমুদ, কবি রফিক আজাদ এবং কবি আসাদ চৌধুরী স্যারের সান্নিধ্যে সময় কাটিয়েছেন। তরুণ এই লেখক বর্তমানে শিক্ষকতা পেশায় নিয়োজিত আছেন পটুয়াখালী মির্জাগঞ্জ থানার ইসমাইল মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে। তাঁর প্রকাশিত উপন্যাসসমূহঃ বৃথা আশা, প্রথম প্রেম, চিঠি আজো কাঁদে। একমাত্র গল্পগ্রন্থঃ গুরুদেব-১ কাব্যগ্রন্থঃ প্রথম প্রেম প্রথম ভালোবাসা, বাংলাদেশের হৃদয় তুমি। নাটকগ্রন্থঃ জয়বাংলা এবং গবেষণামূলক গ্রন্থঃ পটুয়াখালী জেলার ইতিহাস ঐতিহ্য এবং এসো আল্লাহর পথে হে ঈমানদারেরা।
মাসুদ পারভেজ এর জন্ম চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পশ্চিম হাজার বিঘা গ্রামে। তাঁর পিতার নাম আব্দুল নূর এবং মাতা খুরশিদা বেগম। টংকাবতীপুত্র মাসুদ পারভেজ ইতোমধ্যে কবি হিশেবে ব্যাপক সুখ্যাতি অর্জন করেছেন। মূলধারার জাতীয় দৈনিক এবং সাহিত্য সাময়িকীসমূহে তাঁর অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। ইতিপূর্বে কবি মাসুদ পারভেজের প্রকাশিত 'অবেলা' কাব্যগ্রন্থ কবিতাপিপাষু মননে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। গ্রন্থটির শৈল্পিক ব্যঞ্জনা ও কাব্যিক আবেদনের কারণে জিতে নিয়েছেন 'বাসাসপ সম্মাননা - ২০১৯'। ২০২২ বইমেলায় টু`লাইনার কবিতা নিয়ে প্রকাশিত হয়েছে তাঁর দ্বিতীয় কাব্যগ্রন্থ 'দু'পঙক্তি', যা কবি হিশেবে মাসুদ পারভেজ এর পরিচিতিকে ব্যাপক আলোচিত ও জনপ্রিয় করে তোলে। `তোমারে লইয়া বিপদ` গ্রন্থটি মাসুদ পারভেজ এর তৃতীয় কাব্যগ্রন্থ। এই কাব্যগ্রন্থের অধিকাংশ কবিতাই রাজনৈতিক কবিতা। রাজনীতি সচেতন কবিতার ফাঁকে ফাঁকে প্রেমিক হৃদয়ের অস্থির ভাবব্যঞ্জনা এই গ্রন্থের কবিতাগুলোকে অমর প্রেমকাব্যে পরিণত করেছে। কবিতার পরতে পরতে রয়েছে পরম মমতার ছাপ, অসত্যের বিরুদ্ধে ক্ষোভ-দ্রোহের অনলমিশ্রণ, আছে নিপুন নির্মাণশৈলী ও উপমা -প্রতীকের অনন্য সমাহার। শৈল্পিক বিবেচনায় মাসুদ পারভেজ এর সৃষ্টিসম্ভার তাকে নিয়ে যাবে দূর-বহুদূর।