তোফায়েল হাসান সমাজ ও সময়ের এক নিবিষ্ট পর্যবেক্ষক। তিনি কেবল সমাজের বাইরের ঘটনার দিকে দুরবিন দিয়ে তাকান না, ভেতরেও দৃষ্টিপাত করেন অণুবীক্ষণ যন্ত্র দিয়ে। আবার তিনি শুধু দেখেন না, তিনি বোঝার চেষ্টা করেন, ঘটনার পেছনের ঘটনাটা কী। তা বিশ্লেষণ করেন, সমস্যাগুলো চিহ্নিত করেন, এবং সমাধানের পথ সন্ধান করেন। তাঁর আগ্রহের বিষয় বিচিত্র; তবে তাঁর ভেতরে কাজ করে এই সমাজ এবং দেশ নিয়ে গভীর বেদনা; দেশপ্রেম তাঁকে দেশকে আলোকিত করতে ভ‚মিকা রাখতে প্ররোচিত করে।br পেশার কারণেই তিনি আইন বিষয়ে বিশেষজ্ঞ, তিনি দেখতে পান বিচিত্র মানুষ, তাদের জীবন, জীবনের নানা উত্থান-পতন, অপরাধ ও শাস্তি, দয়া ও পুণ্য। দেখতে পান সমাজর উপরি-কাঠামো, ভেতর-কাঠামো। চমৎকার ভাষাশৈলী, গভীর মনন, মানবিক দৃষ্টিভঙ্গি, আধুনিক চিন্তা তাঁকে একজন চমৎকার লেখকে পরিণত করেছে।br সব বিষয়ে তাঁর সঙ্গে আমরা একমত হব না। সব তথ্য আমরা বিনা তর্কে মেনেও নেব না। কিন্তু তাঁর লেখার মূল উদ্দেশ্য যে মানবকল্যাণ, দেশের উন্নয়ন, সমাজের পরিশোধনÑ সেখানে আমরা তাঁকে দু’হাত তুলে সমর্থন জানাব এবং তাঁর লেখাগুলো পাঠ করব। নিজের মনে তর্ক করব। ভাবব। নিজেকে শোধরানোর চেষ্ট করব।br আমরা এই লেখকের মননের জগতে, চিন্তার জগতে খানিকক্ষণ নিমগ্ন থাকব। br আনিসুল হক