একজন মুমিনের দৈনন্দিন জীবনের প্রতিটি ক্ষেত্রে সীরাতচর্চার কোনো বিকল্প নেই। সীরাতচর্চার এই মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে সেই স্বর্ণযুগ থেকে আজ পর্যন্ত রচনা করা হয়েছে মোটা মোটা ভলিউম সমৃদ্ধ হাজার হাজার পৃষ্ঠার অনেক সীরাতগ্রন্থ। সীরাত-গবেষক ও বিশ্লেষকদের জন্য তো সেসকল গ্রন্থ ভালোবাসার দাবি আদায়ে যথেষ্ট; কিন্তু সাধারণ পাঠকদের জন্য সেসব বড়ো বড়ো গ্রন্থ থেকে সীরাতের মূল তথ্যগুলো জানা কিছুটা কষ্টসাধ্যই বটে। তাদের জন্য প্রয়োজন এমন সংক্ষিপ্ত কোনো গ্রন্থ—যার মধ্যে সীরাতের মূল তথ্য, বার্তা ও শিক্ষাগুলো সংক্ষিপ্ত আকারে হলেও সুবিন্যস্ত থাকবে সহজ ভাষায়। তাই বাস্তবতা হলো, সীরাতের বিষয়গুলো সহজে মনে রাখার জন্য এসব বিস্তৃত গ্রন্থের পরিবর্তে মানসম্মত সংক্ষিপ্ত গ্রন্থের প্রয়োজনীয়তা সব সময়ই প্রাসঙ্গিক। . সাধারণ পাঠকদের এ প্রয়োজনের কথা মাথায় রেখেই গুনী আলেমে দ্বীন ‘উস্তায মুহাম্মাদ ইরফান জিয়া’ সাহেব, হিজরী সপ্তম শতাব্দীর বিখ্যাত আলেম ‘ইবনু সাইয়িদিন নাস’ রহিমাহুল্লাহ লিখিত ভিন্ন কলেবরের দু’টি সমৃদ্ধ সীরাতগ্রন্থকে সামনে রেখে সংকলন করেছেন এই সংক্ষিপ্ত সীরাতগ্রন্থটি। আকারে ছোটো হলেও তথ্য-উপাত্তের দিক থেকে একাধিক সমৃদ্ধ সীরাতগ্রন্থের নির্যাস ও সারবস্তু পাঠকরা পাবেন এই সংক্ষিপ্ত গ্রন্থটিতে। সেই সাথে এমন কিছু অনন্য তথ্যও এতে পাওয়া যাবে—যা সাধারণত সংক্ষিপ্ত সীরাত-গ্রন্থগুলোতে পাওয়া যায় না।