‘নারী শিক্ষা উন্নয়নে খানবাহাদুর আহ্ছানউল্লা’ নিবন্ধটি আকারে ছোট হলেও প্রফেসর ড.মোঃ আলমগীর-এঁর গুরুত্বপূর্ণ গবেষণার ফল। বাংলায় মুছলিম জাগরণে প্রায় সকল ক্ষেত্রেই হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর দীপ্ত পদচারণ ছিল। খানবাহাদুর আহ্ছানউল্লা শিক্ষাকে সমাজ পরিবর্তনের সবচেয়ে প্রভাবশালী হাতিয়ার হিসেবে চিহ্নিত করেছিলেন। সামগ্রিক শিক্ষা উন্নয়নের পাশাপাশি নারী শিক্ষা উন্নয়নে খানবাহাদুর আহ্ছানউল্লা(র.) অবিসংবাদিত ভূমিকা পালন করেছিলেন। সেই অবদান ও ভূমিকার একটি চিত্র তুলে ধরার প্রয়াস গ্রহণ করেছেন ড.মোঃ আলমগীর। হজরত খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এর ১৪৯তম জন্মবার্ষিকীর সেমিনারে প্রবন্ধ হিসেবে উপস্থাপন করলেও এর গুরুত্ব বিবেচনা করে খানবাহাদুর আহ্ছানউল্লা ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ড এটিকে নিবন্ধ হিসেবে প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে। আন্তরিক প্রচেষ্টার জন্য ড. মোঃ আলমগীরকে সাধুবাদ জানাই। এ নিবন্ধে নারী শিক্ষা উন্নয়নের চিত্রে মনোনিবেশ করলে সমগ্র শিক্ষা ব্যবস্থা উন্নয়নে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর অবদানের একটি অভাস বুঝতে অসুবিধা হবার কথা নয়। শিক্ষা ও সমাজ উন্নয়নে খানবাহাদুর আহ্ছানউল্লা (র.)-এঁর অবদান কেবল বর্তমান বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল না। তাঁর কর্মক্ষেত্র ছিল অবিভক্ত বাংলা ও আসামজুড়ে, তবে তাঁর মেধা ও দক্ষতার প্রভাব আন্দোলিত করেছিল সেকালের অবিভক্ত ভারতের কেন্দ্র পর্যন্ত। বিশেষ করে শিক্ষাব্যবস্থা ও শিক্ষাপদ্ধতি সম্পর্কে তাঁর দৃষ্টিভঙ্গি ছিল আধুনিক ও সার্বজনীন।