মার্কিন কৃষ্ণাঙ্গ লেখক রিচার্ড রাইট (১৯০৮-৬০) শ্বেতাঙ্গকৃষ্ণাঙ্গ নির্বিশেষে ঔপন্যাসিক, ছােটগল্পকার ও কৃষ্ণাঙ্গ সমাজের গভীর মনস্তাত্ত্বিক বিশ্লেষক রূপে আধুনিক মার্কিন সাহিত্যের অঙ্গনে সর্বজনস্বীকৃত উচ্চ আসনে অধিষ্ঠিত। লেখকের নেটিভ সান (১৯৪০) ও ব্ল্যাক বয় (১৯৪৫) গ্রন্থ দুটি তার জন্য বিশ্বজোড়া খ্যাতি বয়ে আনে। নেটিভ সান প্রকাশিত হবার সঙ্গে সঙ্গে তা গােটা আমেরিকায় বিশাল আলােড়ন সৃষ্টি করে। আফ্রো-আমেরিকান সাহিত্য ভুবনে এরকম কিছু ইতােপূর্বে আর রচিত হয়নি। এ উপন্যাসে হত্যা ও ধর্ষণসহ নানা রক্তাক্ত নাটকীয় ঘটনাবলী আছে কিন্তু তার উর্ধ্বে আরাে আছে বিভিন্ন উদ্দীপনাময় সাহিত্যিক গুণাবলী। লেখক তাঁর উপন্যাসের নায়ক বিগার টমাসকে বিন্দুমাত্র আদর্শায়িত করে চিত্রিত করেননি। বিগার টমাস এক অবিস্মরণীয় সৃষ্টি। লেখক তার ভেতর ও বাহির দুটোই তক্ষী চোখে দেখেছেন এবং তাকে মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতা বিরােধী, অনৈতিক, নিষ্ঠুর ও ক্রিমিনাল বর্ণবাদী পরিস্থিতিতে নির্মোহভাবে উপস্থিত করেছেন। নেটিভ সান-এর বাস্তবতা, জীবনঘনিষ্ঠতা, পর্যবেক্ষন দক্ষতা, মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, প্রগাঢ় মানবতাবোেধ এবং কাহিনীর কাঠামাে নির্মাণ ও বিন্যাসের নৈপুণ্য একজন বড় মাপেরস্কৃষ্টিশীল সাহিত্যিকের পরিচয় তুলে ধরে। এর মধ্যে ক্রোধ আছে, তীব্র প্রতিবাদী সুর আছে কিন্তু তার পাশাপাশি আমেরিকার কৃষ্ণাঙ্গ জনগণের অবস্থা ও জীবন, তাদের আশা ও আকাঙ্ক্ষাকে সঠিকভাবে উপলদ্ধি করার অত্যাবশ্যকতার দিকটিও জোরালােভাবে উঠে এসেছে।