জয়ন্ত জিল্লুর কবিতার বই 'ক্যালেন্ডার সিরিজ'ভুক্ত উপর্যুক্ত 'শব্দপুরাণ' কবিতাটির দিকে তাকিয়ে আমার এসব কথা মনে হলো। কবিতাটি সবিশেষ সরল, 'শব্দ' শব্দের ক্লান্তিকর পুনরুক্তির বেড়াজালে এ আপনাকে এমনভাবে ব্যস্ত করে তুলবে যে মনোযোগী পাঠক হলে আপনি এর অজস্র প্রান্তে হারিয়ে যাবেন নিজেকে ও নিজের অভিজ্ঞতাকে মিলিয়ে নিতে। বহুরৈখিক কবিতার যেসব ঢঙের সাথে আমরা পরিচিত, সেগুলো বাক্যের সাথে বাক্য এবং ভাবের সাথে ভাবের দূরত্ব ও তজ্জাত সমগ্রতার সাপেক্ষ নিজের শক্তির প্রমাণ রাখে। কিন্তু 'শব্দপুরাণ'-এর বিষয় ও ভঙ্গি ব্যবহৃত শব্দ-বাক্যকে বিশেষ নৈকট্যে গ্রথিত করে রেখেছে। জয়ন্ত জিল্লুর 'ক্যালেন্ডার সিরিজ' আমার সমুদয় আবিষ্কারবোধ চুরমার করে দিলো। এ বইয়ের ক্যালেন্ডার সর্বত্রগামী। জগতে এমন কিছু নেই, যা ওর ক্যালেন্ডারের আওতার বাইরে! ওর ক্যালেন্ডার যেমন আকাশ তেমনি পাতালও। এটি ছবি আঁকার ক্যানভাস আবার ভ্রমণের গন্তব্য, পতনের প্রান্তর আবার উজ্জ্বল আশ্রয়, নিগূঢ় কামবাসনা আবার গোপন মনোভাব; সবিশেষ অদৃষ্ট। জয়ন্ত জিল্লুর ক্যালেন্ডারে বৃষ্টি হয়, ঘুমানো যায়, সংসার পাতা যায়, সবিশেষ স্বয়ং ঈশ্বর ওতে শুয়ে থাকে। এখানে মানুষ যেমন ক্যালেন্ডার হয়ে যায়, তেমনি ক্যালেন্ডারের নানা প্রতিচ্ছবি প্রাণসম্পন্ন অস্তিত্বের আচরণ করে। —মুজিব মেহেদী কবি
মূলত কবি, লিখেন গল্প, উপন্যাস; এমনকি নিরেট গদ্যও। নিজেকে চেহারাহীন ভাবেন। মা, মাটি ও মানুষ তাঁর প্রিয়। অপ্রাতিষ্ঠানিক পড়াশোনায় তাঁর আস্থা। পড়াশোনা অপটোমেট্রি ও আইন নিয়ে। আইনে স্নাতকোত্তর। জন্ম কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার শিলখালী তথা জারুলবনিয়ায়। ভালোবাসেন ঘ্রাণ, নিশ্বাস ও মানুষের নিজস্ব যাপন। এ-পর্যন্ত প্রকাশিত গ্রন্থ ৪টি।