'দেখা হয় না আর' লেখকের প্রথম প্রকাশিত গল্পগ্রন্থ। এই বইটি প্রকাশের পরের গ্রন্থ সাত বছর পরে। খুব অনিয়মিত লেখেন। যদ্দুর জানি পৃথিবীর সব থেকে ছোটো গল্পের লেখক হলেন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে। গল্পটি এমন, 'ছোট বাচ্চার একজোড়া জুতো বিক্রি হবে। অব্যবহৃত।' গল্পটি একজোড়া জুতার। গল্পের মূল কথা থেকে গেছে নেপথ্যে। বাংলাদেশের জনগোষ্ঠীর বড় একটা অংশ বাংলাদেশের বাইরে বসবাস করেন। এই বইয়ের অনেকগুলো লেখা গল্প বাংলাদেশের বাইরের ভৌগোলিক পটভূমিতে আছে, এমনটা লক্ষণীয়। বলতেই হবে গল্পগুলো অনবদ্য। সাবলীল পাঠের পরে হঠাৎ মস্তিষ্কের কোষগুলো সজাগ হয়, ভাবতে বাধ্য করে নিজের অস্তিত্বকে কোথায় ছিলাম, কোথায় আছি, কী করছি আর কোথায় আমার শেষ গন্তব্য। এই সংবেদনশীল বারতার অদ্ভূত সীবন তাঁর গল্পের পরতে পরতে। তাঁর শব্দচয়ন এবং বাক্য নির্মাণের স্বাতন্ত্র্য ঢং অণুগল্পগুলোকে স্বকীয় করে তুলেছে। উপস্থাপন অত্যন্ত সহজ এবং অকপট। তবে শেষে এসে শেষকথা প্রগাঢ়, নিশ্চিত, মিহি। গ্রন্থের কিছু গল্পের চরিত্ররা কোনও গাছ বা প্রাণী হয়ে আসতে পারে। এই কথাসাহিত্যিকের অণুগল্প লেখার অভিনবত্ব ভাষা পাঠককে ভাবালুতায় নিশ্চিতসিত করবে। —মঈন আহমেদ কথাসাহিত্যিক