বইয়ের মাধ্যমে ঘরে বসেই পরিচয় ঘটে অচেনা বিশ্বের সাথে। বই জ্ঞানের বাহন, বই আলোর প্রতীক। পৃথিবীতে ভালোবাসার চেয়ে দামী বলে কোনো জিনিস আছে বলে মন হয় না। এই সময়ের সুপরিচিত মুখ, আমাদের প্রিয় কবি তাহেরা খাতুন লিখেছেন অনবদ্য গীতিকাব্য ‘গীতিমাল্য’। নামটিই আমাকে দারুণভাবে আকৃষ্ট করেছে। বইয়ের গীতি কবিতাগুলোও আমাকে ভীষণভাবে কাছে টেনেছে বলেই বইটি প্রকাশের ভার কাঁধে তুলে নিয়েছি। ইতোপূর্বে ‘এ.এইচ প্রকাশনী’ থেকে বিভিন্ন কবি-লেখকের বই প্রকাশ হওয়ার পরপরই সর্বমহল থেকে প্রসংশা আসতে শুরু করে। চমৎকার প্রচ্ছদ, ঝকঝকে কাগজে প্রিন্ট ও বাঁধাই, সবমিলিয়ে হাই-কোয়ালিটির কাজ উপহার দিতে পেরে আমি ধন্য। আশা করি, ‘গীতিমাল্য’ বইয়ের গীতি কবিতা ভালো লাগবে। কবি তাহেরা খাতুন আমার খুবই কাছের একজন মানুষ। আশা করি, কবি-লেখক-প্রকাশক পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হবে। পাঠক-পাঠিকা খুব সহজেই খুঁজে নিচ্ছে প্রগতিশীল কবি লেখকদের বই। প্রকাশনা প্রতিষ্ঠান এ.এইচ প্রকাশনী সবসময় কবি-লেখকদের সাথে চুক্তি সাপেক্ষে বই প্রকাশ করে থাকেন। এ.এইচ প্রকাশনী চুক্তি মোতাবেক কবি-লেখকের বই হাতে পৌঁছে দিয়ে থাকেন। সকলের দোয়া ও ভালোবাসায় এ.এইচ প্রকাশনী সামনে এগিয়ে যাবে, ইনশাআল্লাহ। নিয়মিত তাঁর বই প্রকাশ হোক, পাঠকের কাছে তুমূল জনপ্রিয় হয়ে উঠুক তাঁর কাজ দিয়ে, এই প্রত্যাশা করি সবসময়। তাঁর সার্বক্ষণিক সুস্থতাও কামনা করি। প্রকাশক আবুল হাশেম