ভুল মানুষের তকমা দিয়ে মিথ্যে অপবাদের চরম ধ্বজা উড়িয়ে পাগলা ঘোড়ার ক্ষুরের শব্দের মত আমার হৃদয় কাঁপিয়ে দিলে। অথচ, আমাদের আদি প্রতিশ্রুতির রঙিন খাতায় এমন কিছু লেখা ছিল না। তবুও বানোয়াট, উদ্ভট - যুক্তিহীন অভিযোগের অন্ধকূপে আমাকে নিক্ষেপ করতে একটুও ভাবলে না! তুমি স্বগৌরবের উল্টো পিঠে একটি পরাজয়ের কাহিনী লিখে নিজেকে কতটুকু জয় করতে পেরেছো জানি না। এমন নিকৃষ্ট ইতিহাস রচনা করে অভিমানে আপাতত আত্মতৃপ্তির ঢেঁকুর তুলতেই পারো। তাতে ভাগ্যকে দোষারোপ করে আমার দুঃখ প্রকাশ ছাড়া কিছুই করার থাকে না। রাইশ্রী, গতরাতে তোমার কথা শুনতে শুনতে চোখের জলে নদী হয়ে আমার বুকের কষ্ট নামক সমুদ্রের দিকে ছুটে গেছে আর তোমার পাহাড়সম ভালোবাসা ক্ষইয়ে ক্ষইয়ে আমার পবিত্র হৃদয়ের জমিন ধুয়ে নিয়ে গেছে। এই বুকের ভিটেমাটি, স্বপ্ন ও অনুভূতি- সাথে অপূর্ণ প্রত্যাশা ¯্রােতের সঙ্গে গিয়ে পড়েছে আমার কষ্ট নামক সমুদ্রের মধ্যে। একেবারে থিতিয়ে বসেছে বুকের তলায়। ঠিক যেন তোমার মিথ্যে অপবাদ আমার বুকের ভিটেমাটিতে একটা পুরু চাদর বিছিয়ে দিলো। তার উপর তোমার অভিযোগ। ক্রমশ উপরে নিচে তোমার অভিমানের প্রচ- চাপ পড়ায় সেটি জমে শক্ত পাথর হয়ে গেলো। এভাবে কষ্টের সমুদ্র বুকের মধ্যে একটির উপর আরেকটি পাথরের চাদর বিছিয়ে গেলো। তারপর, কষ্টের সমুদ্রের নিচে তোমার মিথ্যে অপবাদের আগ্নেয়গিরির প্রচ- ঠেলা খেয়ে থাক-থাক করে সাজানো পাথরের স্তর চড়চড় করে মাথা উঁচু করলো আকাশের দিকে। আমিও যেন আজ পাথর! মাথা তুলে আকাশের দিকে চেয়ে থাকি। ঐ আকাশ দেখে একদিন আমরা স্বপ্নের পসরা সাজাতাম। অথচ, আজ আমার স্বার্থপর অভিশপ্ত পরিচয় তুমি আবিস্কার করেছো- জেনে বুকের জমিনে ধূসর মাটি জমতে জমতে হিমালয়ের মতো আর একটি নতুন পাহাড়ের সূচনা হলো। বুকের ভেতরকার প্রচ- উত্তাপের চাপে সে পাহাড় চড়চড় করে হয় তো একদিন আবার ভেঙে যাবে। তখন আমাকে মারিয়ে যাওয়ার হয়তো আর সাহস পাবে না। রাইশ্রী, জানি সুখ দুঃখ আপেক্ষিক! কিন্তু অপেক্ষাকৃত আমার সুখ নেই। তাই দুঃখ আর মিথ্যে অপবাদের জল¯্রােতে ক্ষয়ে ক্ষয়ে কোথায় গিয়ে যেন আজ তোমার থেকে আলাদা হয়ে গেছি...এটাই তো স্বার্থপরতা! যদি তাই ভাবো -তাহলে আমি পৃথিবীর নিকৃষ্ট এক স্বার্থান্ধ মানব। আঘাতেরও একটু সীমা থাকা চাই। যখন সীমা ছাড়িয়ে যায় তখন মানুষ ভুল কেও মানুষ ফুল ভেবে নেয়। আমি যদি তোমার কিংবা তোমার মনের ডাকবাংলো থেকে দূরে চলে গিয়ে কোন ভুল করে থাকি তার-জন্য তুমিই দায়ী। উদ্ভট কাল্পনিক চরিত্রের মিথ্যে মানুষ হিসেবে আখ্যায়িত করে ক্রমাগত আমাকে ভুল করতে বাধ্য করেছো।