বাংলাদেশের ইতিহাসের আজ পঞ্চাশ বছর পেরুল। সেই সাথে পেরুল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুরের শতবর্ষ। জাতি আজ পালন করছেন সেই মহান ইতিহাসের রজতজয়ন্তী। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর আহ্বানে সারা দিয়ে সেদিন খ্রিষ্টান সমাজও হাতে হাত মিলিয়ে মহান স্বাধীনতা মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেছেন। মূলত বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসকে আরও সমৃদ্ধশালী করাই গ্রন্থটির মূল উদ্দেশ্য। ইতিহাসের পাতায় বাংলাদেশের খ্রিষ্টান সমাজের কথা, মহান মুক্তিযুদ্ধে খ্রিষ্টান সমাজের অবদানের কথা, বিশেষ করে ১৯৭১ সালে খ্রিষ্টান মিশন (চার্চ) গুলোর ভূমিকা, তৎকালীন অবস্থানরত অসংখ্য বিদেশি ফাদার, সিস্টারদের অক্লান্ত সেবা, শ্রম, আশ্রয় ও অনুপ্রেরণার কথা কোথাও তুলে ধরা হয়নি। এমনকি স্বাধীনতা সংগ্রামে খ্রিষ্টান মিশন (চার্চ) গুলোতে অসহায় শরণার্থী ও মুক্তিযোদ্ধাদের আশ্রয়, চিকিৎসাসেবা, আর্থিক সহযোগিতার কারণেও অনেক ফাদার সিস্টারদের শহিদ হতে হয়েছে কিন্তু রাষ্ট্রীয়ভাবে তাদের কখনই স্মরণ করা হচ্ছে না। আমরা আশা করি আমাদের এই গ্রন্থের তথ্য উপাত্ত একদিন সরকারিভাবে তাদের অবদানের কথা দৃষ্টিগোচর ও স্মরণে বিশেষ ভূমিকা রাখবে। আমরা মনে করি এটি আমাদের নিজেদেরও ব্যর্থতা। গ্রন্থটিতে নানাভাবে যারা তথ্য দিয়ে সহায়তা দিয়েছেন তাদের প্রতেককে বিশেষভাবে স্মরণ করি। ভবিষ্যতে প্রচেষ্টায় থাকবে আমাদের আগামীর পথচলা।