এই পুস্তিকার সকল পাঠক ও সমালোচককে জানাতে এবং স্বীকারোক্তি দিতে চাই যে, কবিতা, পদ্য, ছড়া, গান ইত্যাদি ক্ষেত্রে আমি সম্পূর্ণ মূর্খ ও অজ্ঞ। এ সকলের আইন-কানুন, নীতিমালা বা ভাবভঙ্গির কোনোকিছু সম্বন্ধে আমার সামান্যতম জ্ঞান নেই। এই পুস্তিকায় সন্নিবেশিত এবং লিপিবদ্ধকৃত কোনোকিছুই তাই সংশ্লিষ্ট বিষয়গুলির কোনো শ্রেণিভূক্ত হবার যোগ্যতা রাখে না এবং এ ধরনের কোনো উচ্চাভিলাষও আমার নেই। এত কিছুর পরও একটা প্রশ্ন থেকেই যায় যে, যদি এতই বিনয় তবে এগুলো কী এবং কেন? উত্তরটা একাধারে খুবই সহজ আবার একেবারেই দুর্বোধ্য। সকল মানুষের মধ্যে এক ধরনের ভাবাবেগ কাজ করে যার প্রকাশ ঘটে ভিন্ন ভিন্ন ভাবে। অনেক ক্ষেত্রে কোনো প্রকাশই ঘটে না। এসব ভাবাবেগ সৃষ্টি হয় ভিন্ন ভিন্ন কারণে, যার মধ্যে অন্যতম: ক) অন্যের ভাবাবেগ প্রকাশ দেখে বা পড়ে। খ) নিজের মানসিক অবস্থা প্রকাশের উদ্দেশ্যে। গ) সামাজিক পরিবেশ পরিস্থিতির পরিপার্শ্বিকতা বিবেচনা করে। ঘ) জাতীয় ও রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে। ঙ) প্রাকৃতিক পরিবেশ নির্ভর করে। চ) নিজ ব্যক্তিজীবনের সকল কর্মকা-ের স্মৃতি রোমন্থনের চেষ্টা করে। ছ) বংশীয় ধারা ও জন্মগত কারণে। আমার ক্ষেত্রে এসকলই বিদ্যমান এবং মনের তাৎক্ষণিক ভাবটিকেই তুলে ধরা হয়েছে। শুদ্ধ-অশুদ্ধ, ভালো-মন্দ, গুণগত মান ইত্যাদির কোনো তোয়াক্কাই করা হয় নাই। কোনো স্বীকৃতি পাওয়া বা কোনো প্রকার সুবিধা আদায় এমন কি কাউকে খুশি করার জন্যও নয় বরং নিজের মনের ভাবকে ধরে রাখার প্রচেষ্টা হিসেবে আমার এই লেখা। এরপরেও যদি কেউ কোনোভাবে আহত হন বা মনে কষ্ট পেয়ে থাকেন আমি তাদের নিকট আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী। -লেখক