নবি করিম (ﷺ) মানুষকে সর্বপ্রথম তাওহীদের শিক্ষা দিয়েছেন। তিনি তাঁর সাহাবিগণকেও এই শিক্ষা দিয়েছেন যে‚ তাঁরাও যেনো মানুষকে সর্বপ্রথম তাওহীদের প্রতি আহ্বান জানান। এই তাওহীদের শিক্ষা গ্রহণ এবং এর উপর অটল ও অবিচল থাকা প্রত্যেক ব্যক্তির উপর ফরয। তাওহীদের পরিশুদ্ধি ছাড়া কেউ মুসলিম হতে পারে না। প্রাণ ছাড়া যেমন দেহ অকার্যকর, তেমনি বিশুদ্ধ তাওহীদ ছাড়া আমলও অকার্যকর। তাই প্রত্যেক সন্তান যখন আধো আধো ভাষায় অস্ফূটকণ্ঠে কথা বলতে শুরু করে তখন থেকেই তাকে কালেমায়ে তাওহীদ তথা ‘লা ইলাহা ইল্লাল্লাহ’-এর শিক্ষা দেওয়া প্রত্যেক অভিভাবকের জন্য অত্যন্ত জরুরি। তারপর উচিত তাকে কালেমার মর্ম ও মাহাত্ম্য শিক্ষা দেওয়া। মহান আল্লাহ তা'আলা সৃষ্টির পরতে পরতে তাঁর এককত্বের নিদর্শন রেখে দিয়েছেন। আর এইসব কিছু নিদর্শনকে কেন্দ্র করেই রচিত হয়েছে আমাদের বইগুলো। শিশুরা গল্পপ্রিয়। তাই বইগুলোতে গল্প এবং ছবির মাধ্যমে শিশু মনে তাওহীদের শিক্ষাকে আকর্ষণীয় রুপে তুলে ধরা হয়েছে। আশাকরি 'ছোটদের তাওহীদ সিরিজ' এর এই বইগুলো শিশুদের ঈমানি চরিত্র গঠনে কার্যকরী ভূমিকা পালন করবে ইন শা আল্লাহ। আল্লাহ তা'আলা সবাইকে বিশুদ্ধ তাওহীদের জ্ঞান অর্জনের সুযোগ দান করুন - আমীন।
মোঃ মতিউর রহমান ১৯৮৯ সালে রাজশাহী জেলার বাগমারা উপজেলাধীন ঝাড়গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর শৈশবকাল সেখানেই কাটে। পড়ালেখায় তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বায়োকেমিস্ট্রি এ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। শিক্ষা জীবন শেষে ২০১৫ সালের ১ জানুয়ারী জেড. এইচ শিকদার কার্ডিয়াক কেয়ার এ্যান্ড রিসার্চ সেন্টারে বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে তিনি কর্মজীবন শুরু করেন। এর কিছুদিন পরেই ইসলামি ব্যাংক হাসপাতালে বায়োকেমিস্ট পদে যোগদান করেন। ২০১৬ সালের মার্চ মাসে তিনি ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডে বায়োকেমিস্ট ও ল্যাব ইনচার্জ হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। বর্তমানে তিনি জাতীয় রাজস্ব বোর্ডের অধীন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরে কর্মরত আছেন। তিনি নগদ- রকমারি বইমেলা ২০২২ এ বেস্ট সেলার লেখক অ্যাওয়ার্ড পান।