অপ্সরা অর্থ অনুপম সুন্দরের প্রতীক। প্রকৃতি নানা রুপ বৈচিত্রে ভরপুর। অপরুপ সুন্দরের প্রতীক এই বিশ্বব্রম্মান্ড। প্রকৃতির মোহনীয় রুপ আমাদের হাতছানি দেয়। সে রুপের মাধুর্য সদাই করে আকর্ষন প্রেয়সীর মত। প্রকৃতির মোহনীয় রুপে অনুপ্রাণীত হয়ে আমি আমার বইয়ের নামকরন করেছি অপ্সরার হাতছানি। মনের মাধুরী মিশিয়ে বাস্তবতার সাথে সম্পর্ক রেখে মনের উচ্ছাস আবেগ ভালোলাগা মন্দলাগা কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তাকে কবিতা বলা যাবে কিনা জানিনা। তবে সবাইতো তার মনের কথা প্রকাশ করতে চায়। আমিও সেই পথ ধরে শব্দ ও বাক্যের মাধ্যমে প্রকাশের চেষ্টা করেছি মনের মাঝে ফুটে ওঠা কথাগুলো। আমার বই প্রকাশের বিষয়টি পূর্বে কখনো চিন্তায় আসেনি। আমার শুভাকাঙ্খীরা আমাকে বই প্রকাশে উৎসাহ যুগিয়েছেন। তাদের মধ্যে অন্যতম হলেন আবু বকর সিদ্দিক, সেলিনা সিদ্দিকা, আফরোজা হেসেন, কামরুন নাহার লীলা, ফৌজিয়া নীলু, মাকসুদা ললী, তাহেরা বেগম জলি, কামরুন নাহার লীলা, সাইমা হোসেন, লুনা দাস গুপ্ত। আবু বকর সিদ্দিক দূর প্রবাসে থেকেও সবসময় উৎসাহ দিয়েছেন। সহপাঠী বন্ধু তাহেরা বেগম জলি মানসিক সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন। এ ছাড়াও ফেসবুকের পাতায় অসংখ্য শুভানুধ্যায়ী লাইক কমেন্ট করে উৎসাহিত করেছেন। আমি সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আমি কৃতজ্ঞ দীপ্ত প্রকাশনী ও প্রকাশক জনাব রিয়াজুল ইসলামের নিকট।