লেখালেখির ক্ষেত্রে সবার আকর্ষণ খুব ছোটো থেকে হলেও আমার ক্ষেত্রে তা ব্যতিক্রম। মাধ্যমিক থেকে মনে মনে ছন্দ তৈরি করলেও কখনো খাতায় লেখা হয়নি। উচ্চ মাধ্যমিকে এসে প্রথমবার দশ লাইনের একটি ছড়া- কাগজে লিখি। তারপর থেকে নিয়মিত গল্প, কবিতা লেখা শুরু। তখন থেকেই স্বপ্ন দেখি নিজের লেখাগুলো ছাপা অক্ষরে দেখার। নিজের স্বপ্নকে বাস্তবায়ন করতেই আজকে এই বই করা। প্রথমে সাহস হচ্ছিল না। কিন্তু প্রিয়জনদের উৎসাহ, অনুপ্রেরণা আমাকে সাহস জুগিয়েছে। যারা আমাকে উৎসাহ দিয়ে নিজেকে বিশ্বাস করার শক্তি দিয়েছেন তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। বিশেষ কৃতজ্ঞতা শ্রদ্ধেয় গীতিকার, কবি শাহনূর শাহীন ভাইয়ের প্রতি। আমি শুধু লেখার মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কাজ তিনি করেছেন। সেজন্য উনার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব।
একটা কথা অবশ্যই স্বীকার করতে হবে যে, আমার লেখাগুলো মহৎ কোনো সাহিত্যকর্ম নয়। চারপাশে যা দেখি, যা উপলব্ধি করি তাই লিখে রাখি। লেখাগুলো কবিতার মতো হলেও এগুলো ঠিক কবিতা নয়। এজন্য আমি এগুলোর নাম দিয়েছি অ-কবিতা। পাঠক মহলের কাছে ভুলগুলো ধরিয়ে দেওয়ার অনুরোধ। আমি পরবর্তীতে শুধরে নিব ইনশাআল্লাহ।