লেখালেখির অভ্যাসটা আমার সব সময় ছিল, তবে নিজেকে প্রকাশ করিনি কখনো। যখন কোনো বিষয় মনে ধরে যেত তখনই লিখতাম। শিক্ষার্থী থাকাকালীন আমার লেখাগুলো বিভিন্ন পত্রিকায় মাঝেমাঝে প্রকাশ হতো, ছোট্ট করে শুধু নামটা দিয়ে দিতাম, ভয় হতো তখন পুরো নাম প্রকাশে। আজ জীবনের সন্ধিক্ষণে এসে আমার প্রিয় শুভাকাক্সক্ষীদের অনুপ্রেরণায় বই প্রকাশের এমন দুঃসাহস হলো আমার। ‘মায়াবতীর চোখে জল’ কবিতার বইটি বাস্তবতার সাথে আমার নিজস্ব ভাবনা আর কিছুটা কল্পনার সংমিশ্রণের একক রূপ। জীবে প্রেম-ভালোবাসা আছে এটি চিরন্তন সত্য, তবে সুখের আড়ালে দুঃখটা সব সময় দৃষ্টির অগোচরে থেকে যায়। বইটিতে ভালোবাসার ভালোলাগার আড়ালে থাকা কষ্টগুলোকে বিভিন্ন সময়ে মনের ভেতর থাকা বাস্তব স্মৃতির ভাÐার থেকে তুলে এনে মুক্তোর মালায় রূপায়িত করার চেষ্টা মাত্র। কতটা পেরেছি জানি না, তবে চেষ্টা করেছি উপেক্ষিত জীবনের হৃদপি একটু প্রাণের ছোঁয়া দিতে। আশাকরি আমাদের সকলের ভেতরে থাকা অদেখা কষ্টগুলো নিয়ে লেখা কবিতাগুলো সবার মন ছুঁয়ে দিবে। আমার এ ক্ষুদ্র প্রায়াস তখনই পূর্ণতা পাবে যখন আমার লেখাগুলো পাঠকহৃদয়ে প্রিয়তা পাবে। আসলেই তো আত্মকেন্দ্রিক জনারণ্যে ভেতরের না-বলা কষ্ট নিয়ে আমরা সবাই একা। মাকসুদা বিথী বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা