পিতা-পুত্রের সম্পর্ক জন্মের সুতোয় বাঁধা থাকে, অবিচ্ছেদ্য সে সম্পর্ক, সেটাই স্বাভাবিক। কিন্তু মৃত্যুও কি পারে পিতা-পুত্রকে একই সুতোয় এমন নিবিড়ভাবে বাঁধতে! আমাদের এই বাংলাদেশে সেই দুঃসহ দৃষ্টান্ত আছে। এ দেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিব এবং তাঁর তিন পুত্র কেবল জন্মবন্ধনে আবদ্ধ নয়, ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে মৃত্যুও তাদের বেঁধেছে অভিন্ন বন্ধনে । দশ বছরের শিশু রাসেলও রক্ষা পায়নি ঘাতকের হাত থেকে। অথচ কে না জানে তখন তার ফুলের মতো ফুটবার সময়, নদীর মতো ছুটবার সময়। সে সুযোগ তার ঘটেনি। রাসেল অবিকশিত অগ্নিকুসুম হয়েই জেগে আছে। ওইটুকু মাত্র ছেলেবেলা তার। কত-না বর্ণিল আর স্বপ্নে ভরা! শেখ রাসেলের ছেলেবেলার নানান ঘটনা নিয়ে লেখা হয়েছে অসামান্য কিছু কল্পগল্প। আর আছে শেখ মুজিবের ছেলেবেলার গল্প। আমাদের জাতির পিতা শেখ মুজিব। হিমালয়ের মতো বিরাট মানুষ তিনি। তাঁরও ছিল শৈশব-কৈশোর জোড়া নানান দুরন্তপনার গল্প। খেলার মাঠের কিংবা ইশকুল বদলের স্মৃতি। মা-বাবার আদরমাখা পারিবারিক জীবনের বর্ণিল ঘটনা; এই সবকিছু নিয়ে লেখা হয়েছে শেখ মুজিবের ছেলেবেলার গল্প। পিতা মুজিব এবং পুত্র রাসেল—কারো জীবনই পরিপূর্ণতায় বিকশিত হতে পারেনি। তাই কথাশিল্পী রফিকুর রশীদ দৃষ্টি দিয়েছেন দুজনের আলোকিত ছেলেবেলার দিকে। তাঁদের ছেলেবেলার নানান ঘটনার সঙ্গে কল্পনার রং মিশিয়ে রচনা করেছেন অন্যরকম কিশোরগল্প। সেই অসামান্য কিশোরগল্পগুলো নিয়ে আগামী প্রকাশনীর বই শেখ মুজিব শেখ রাসেল : ছেলেবেলার গল্প।
রফিকুর রশীদ। জন্ম ১৯৫৭ সালের ২৭ সেপ্টেম্বর, মেহেরপুর। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষাজীবন শেষে ১৯৮৩ সালে সিলেটের এক চা-বাগানে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে শুরু হয় তাঁর কর্মজীবন। মন টেকে না সেখানে। যােগ দেন কলেজ। শিক্ষকতায়। দীর্ঘ ৩৩ বছর শিক্ষকতা শেষে মেহেরপুরের গাংনী কলেজ থেকে তিনি সম্প্রতি অবসর গ্রহণ করেন। নিভৃতে কাব্যচর্চা দিয়ে শুরু হলেও সত্তর দশকের শেষভাগে পত্র-পত্রিকায় গল্প লিখেই তাঁর আত্মপ্রকাশ সাহিত্যজগতে। দেশের উল্লেখযােগ্য প্রায় সব কাগজে বিরামহীন লিখে চলেছেন গল্প আর গল্প, সঙ্গে উপন্যাসও। ছােট-বড় সকলের জন্যে। নির্মোহ চরিত্র চিত্রণ এবং বর্ণনার বিশ্বস্ততাই কথাশিল্পী হিসেবে তাকে এনে দিয়েছে বিশিষ্টতা। ছােটদের জন্য লেখা গল্প এবং উপন্যাসে রফিকুর রশীদ এনেছেন বিপুল বিষয় বৈচিত্র্য। প্রিয় প্রসঙ্গ মুক্তিযুদ্ধ তাে আছেই, বিপুল উৎসাহ-উদ্দীপনা ও কৌতূহলে ভরা বিচিত্র বর্ণে বর্ণিল ছােটদের নিজস্ব ভুবনের আলােকিত উপস্থাপন ঘটে চলেছে তার লেখা শিশু ও কিশাের সাহিত্যে। স্বপ্নজয়ের কথাশিল্পী রফিকুর রশীদ এরই মাঝে অর্জন করেছেন এম. নূরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, অধ্যাপক মােহাম্মদ খালেদ শিশু সাহিত্য পুরস্কার, চন্দ্রাবতী একাডেমি শিশু ও সাহিত্য সম্মাননা, কাজী কাদের নওয়াজ জন্মশতবর্ষ সম্মাননা, আলাওল সাহিত্য পুরস্কার, অরণি সাহিত্য পুরস্কার, কাঙাল হরিনাথ পদক ও পুরস্কার, বগুড়া লেখকচক্র স্বীকৃতি ও সম্মাননা, সাতক্ষীরা সাহিত্য একাডেমি সম্মাননা, সিকান্দার আবু জাফর সাহিত্য পুরস্কার, দ্বিজেন্দ্র পুরস্কার (ভরত) প্রভৃতি।