কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কে আমাদের কৌতূহল অন্তহীন। আশা বা ভয়, যা-ই হোক না কেন, এখন সম্ভবত আমাদের সকলের এআই (AI) সম্পর্কে একটি সাধারণ ধারণা থাকার সময় এসে পড়েছে। আপনি হয়তো জেনে অবাক হবেন, আপনি ইতোমধ্যেই আপনার দৈনন্দিন জীবনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করছেন। আর সেটাই বা কীভাবে সম্ভব তা আমরা বিস্তারিত জানব এই বইতে। আমরা জানব, কীভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা অনেক শিল্পকে পরিবর্তন করছে, কীভাবে ব্যবসায়িক প্রক্রিয়া পরিবর্তন করছে, বা কীভাবে আমরা এআই-এ ক্যারিয়ার গড়তে পারব। আমার জানব এআই কীভাবে কাজ করে এবং এর কম্পোনেন্টগুলো কী কী। একই সাথে ডিপ লার্নিং, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং সম্পর্কেও জানব। কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে চাকরির বাজারকে পরিবর্তন করছে তা নিয়েও বিস্তারিত জানব আমরা এই বইতে। বিশেষ করে সেল্ফ-ড্রাইভিং পরিবহনগুলো এআই ব্যবহার করে জীবনযাত্রায় যে বিশাল পরিবর্তন আনবে তা নিয়ে সহজ-সরল ধারণা নেব। এআই কীভাবে রোবটদের পরিচালিত করছে এবং কীভাবে তারা আমাদের জীবন পরিবর্তন করবে তা জানব। আরও জানব বড় বড় টেকনোলজি কোম্পানিগুলোর কৃত্রিম বুদ্ধিমত্তা কার্যক্রম নিয়ে। প্রযুক্তিগত পরিভাষা নিয়ে ঘাবড়াবেন না। অনেক সহজ-সরলভাবে এই বইটি সবার পড়ার উপযুক্ত করে লেখা হয়েছে।
এনামুল হক একজন ব্রিটিশ-বাংলাদেশি ডিজিটাল প্রযুক্তিবিষয়ক লেখক, গবেষক এবং ব্যবস্থাপনা পরামর্শদাতা যিনি Microsoft, Capgemini, Nokia, HCL Technologies এর পাশাপাশি United Nations এবং International Telecommunication Union-এর মতো জাতিসংঘের সংস্থাগুলোর সাথে কাজ করেছেন। তিনি আইটি সার্ভিস ম্যানেজমেন্ট, ক্লাউড কম্পিউটিং, এআই, আইওটি এবং বিগ ডেটা অ্যানালিটিক্স নিয়ে লিখেছেন। ইউকে'র ইউনিভার্সিটি অব কভেন্ট্রির লন্ডন ক্যাম্পাসের অতিথি লেকচারার হিসেবে বিজনেস ইনফরমেশন টেকনোলজি পড়ান । এনামুল হকের বইয়ের মধ্যে রয়েছে- Digital Transformation Through Cloud Computing, Elements of Digital Transformation, The Ultimate Modern Guide to Cloud Computing, A Beginner's Guide to Data Science, The Ultimate Modern Guide to the Internet of Things, The Ultimate Modern Guide to Digital Transformation. এর মধ্যে, The Ultimate Modern Guide to Cloud Computing বইটি ইউকে'র University of the West of England (UWE) কম্পিউটার সায়েন্সের মাস্টার্সের ছাত্রদের পাঠ্যপুস্তক। এনামুল হক সুইস ফেডারেল ইনস্টিটিউট অফ টেকনোলজি (ইপিএফএল) থেকে গণিত এবং বিশ্লেষণ এবং জেনেভা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞানের স্থাপত্য এবং প্রযুক্তি অধ্যয়ন করেন। তিনি হেলসিঙ্কি বিশ্ববিদ্যালয় থেকে ডেটা সাইন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং-এ ডিপ্লোমা করেছেন। তিনি সম্প্রতি নেতৃত্ব এবং পরামর্শের ওপর হার্ভার্ড বিজনেস স্কুল সার্টিফিকেশন সম্পন্ন করেছেন।