বিসিএস পরীক্ষায় বাংলা এবং ইংরেজি প্রত্যেকটির জন্য বরাদ্দ ৩৫ নম্বর যা সর্বোচ্চ। এই পরীক্ষায় ভালো করতে হলে বাংলায় সর্বোচ্চ মার্কস পাওয়ার বিকল্প নেই। এখন প্রশ্ন উঠতে পারে কিভাবে এই বিষয়ে বেশি মার্কস পাওয়া যাবে। বাংলায় প্রশ্ন আসে দুইটি অংশ থেকে- ১) বাংলা ভাষা ও সাহিত্য এবং ২) বাংলা ব্যাকরণ। প্রতিটা বিষয়ে অজস্র বিষয়। দিনের পর দিন পড়ার পরেও বাদ রয়ে যায় অনেক কিছু। ভীত মন প্রশ্ন করে ভালো করতে পারবো তো?? বাংলার সকল কিছু পড়তে হলে আপনি কখনই এই সিলেবাস কমপ্লিট করতে পারবেন না বরং অনেক গুরুত্বপূর্ণ বিষয় ভুলে / বাদ থেকে যেতে পারে। তাই প্রস্তুতি নেওয়ার ব্যাপারে আপনাকে অবশ্যই খুবই ট্রিকি হতে হবে। ঠিক ততটুকুই ভালো করে পড়তে হবে যতটুকু পড়া খুবই গুরুত্বপুর্ন। এই বিষয়ে আপনাকে সহযোগিতা করতে পারবে জ্ঞানের আলো প্রকাশনীর শর্ট টেকনিক বাংলা ব্যাকরণ প্রস্তুতি বইটি। এই বইয়ের শুরুতেই বাংলা ভাষা শেখার সকল বড় এবং গুরুত্বপূর্ন বইগুলোর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে কারণ এই বইটি ঐ সকল বই থেকে অনুপ্রাণিত। এবং ঐ বইগুলো থেকে ততটুকুই নেওয়া হয়েছে যতটুকু আপনার জন্য প্রয়োজনীয়। এখন আপনিই সিদ্ধান্ত নিন পড়ার চাপে পিশে যাবেন নাকি একটু বুদ্ধি করে গুরুত্বপুর্ন বিষয়গুলো পড়ে ভালো প্রস্তুতি নিবেন।