এস বি মেহেদী পেশায় একজন প্রকৌশলী৷ প্রকৌশল তার নেশা হলেও, লেখালিখি তার শখ৷ টুকটাক লিখতে লিখতে এই সৃজনশীল পথে তার যাত্রা৷ তবে যেহেতু লেখক সৌখিন মানুষ, শখটা শুধু লেখালিখিতেই সীমাবদ্ধ থাকবে কেন? মানচিত্র থেকে শুরু করে জ্যোতির্বিদ্যা এবং মহাকাশ বিষয়ক মহাকাব্যিক গবেষণায় নিজেকে নিয়োজিত করেছেন৷ ব্যক্তি জীবনে তিনি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ স্নাতক পাশ করেন৷ জীবন যেখানে অনিশ্চিত তিনিই বা সুনিশ্চিত বসে থাকেন কি ভাবে? তাই তো নিজের বিষয় থেকে জ্যামিতিক ভঙ্গিমায় সরে গিয়ে ঢুকে গেলেন টেলি কমিউনিকেশন সেক্টরে৷ বর্তমানে তিনি ফাইবার এট হোম কোম্পানিতে কর্মরত আছেন। 'নতুন ছড়ার বই' তার প্রথম মৌলিক গ্রন্থ৷ এর মাধ্যমে প্রকাশনা জগৎতে অনুপ্রবেশ হলেও লেখকের ইচ্ছা আছে সাইফাই নিয়ে কিছুমিছু লেখা৷ 'নতুন ছড়ার বই' নামটি শুনলেই মনে হয় কেন নতুন, কেন পুরানো নয়? একজন বাবার কাছে তার আবেগ সর্বদা নতুনই হয়৷ নতুন ভাবে সন্তানের প্রতিটি পদক্ষেপ আবিষ্কারের মাধ্যমে তিনিও ডুবে যান সংসারের মায়াজালে। সেই মায়াজাল পাকাপোক্ত করতেই সৃষ্টি হলো নতুন ছড়ার বই৷ লেখকের ছেলে মেহমেদ কে ঘিরেই সকল ছড়ার আয়োজন৷ ছোট্ট মেহমেদ যখন বড় হবে তখনই আবিষ্কার করবে বাবার শ্রেষ্ট উপহার৷ সেই আবিষ্কারের অংশীদারিত্ব সবার মাঝে ছড়িয়ে দিতেই ছাপার অক্ষরে লেখকের যাত্রা৷