'শত গানে বঙ্গবন্ধু' বইটি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপনমূলক গ্রন্থ। একজন গীতিকার হিসেবে বঙ্গবন্ধুর আদর্শ, নীতি, দর্শন, বর্ণাঢ্য কর্মকান্ড, শক্তিশালী নেতৃত্ব, দেশের মানুষের প্রতি অকৃত্রিম ভালোবাসা, দৃঢ় প্রত্যয়, অতুলনীয় ত্যাগ, হিমালয়তুল্য মনোবল প্রভৃত গুণাবলি মানুষের কাছে গানের ভাষায় তুলে ধরা ও ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌছে দেওয়া এ গ্রন্থের মূল উদ্দেশ্য। এটি একাধারে একটি গানের বই, পাশাপাশি ১০০টি গীতিকবিতার সমাহার যার মাধ্যমে বঙ্গবন্ধুর ছেলেবেলা থেকে ৭৫'র কলঙ্কিত অধ্যায় পর্যন্ত বিভিন্ন বিষয় ও ঘটনা; প্রতিবাদিতা, ভাষা আন্দোলনে নেতৃত্ব, ৬ দফা আন্দোলন, মহান স্বাধীনতা আন্দোলনসহ বঙ্গবন্ধুর প্রায় সকল সংগ্রাম ও অবদানের পাশাপাশি তাঁর মতাদর্শ ও দর্শন বাংলাদেশের উন্নয়নে কীভাবে সহায়ক এবং সোনার বাংলা বিনির্মাণে তাঁর যোগ্য উত্তরসূরিগণ কীভাবে অবদান রাখছে তা তুলে ধরা হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে ১০০টি গান লেখার সাধনায় সফলতার পেছনে আমার পরিবারের সদস্যবৃন্দ বিশেষ করে আমার কন্যা, পুত্র ও সহধর্মিণী প্রতিনিয়ত উৎসাহ জুগিয়েছে। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সহকর্মী ও সোশ্যাল মিডিয়া বন্ধুদের যাঁরা আমার গানের প্রশংসা করে প্রতিনিয়ত উৎসাহ প্রদান করেছেন। কৃতজ্ঞতা জ্ঞাপন করছি বঙ্গবন্ধুকে নিয়ে বিভিন্ন প্রকাশনার লেখকদের যাদের কাছ থেকে বিভিন্ন তথ্যাদির সহায়তা গ্রহণ করা হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি বইটির প্রকাশক গ্রন্থকুটির প্রকাশনার স্বত্বাধিকারী রতন চন্দ্র পাল (আর, সি. পাল) ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে। 'শত গানে বঙ্গবন্ধু'র মাধ্যমে বঙ্গবন্ধুকে নতুনভাবে উপলব্ধি করা এবং পরবর্তী প্রজন্মের কাছে তাঁর দর্শন গানের সুরে পৌঁছে দিতে পারলে নিজেকে ধন্য মনে করব। পরবর্তীতে গানগুলোর স্বরলিপি ভার্সন ও বিভিন্ন মাধ্যমে অডিয়ো-ভিডিয়ো প্রকাশ করা হবে।