‘চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ প্রেক্ষিত’ বইটি প্রকাশ করতে পেরে আমরা আনন্দিত। মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ২৩ ফেব্রুয়ারি ২০২২ অনলাইনে ‘চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশ প্রেক্ষিত’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতিসংঘের উন্নয়ন গবেষণা প্রধান ড. নজরুল ইসলাম। অন্যাদের মধ্যে আলোচনা করেন ড. এস এম মুজিবুর রহমান, সাবেক অধ্যাপক, পদার্থ বিজ্ঞান, অক্সফোর্ড বিশ^বিদ্যালয়, ইংল্যান্ড ও এমিরেটাস অধ্যাপক, সুলতান কাবুস বিশ^বিদ্যালয়, ওমান; মাববুব জামান, তথ্য-প্রযুক্তি বিশেষজ্ঞ ও ট্রাস্ট বোর্ড সদস্য; ড. লাফিফা জামাল, অধ্যাপক, রোবটিক্স এন্ড ম্যাকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়; ড. সংগীতা আহমেদ, অধ্যাপক, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা বিশ^বিদ্যালয়। সেমিনারে সভাপতিত্ব করেন মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট-এর সভাপতি শেখর দত্ত। ট্রাস্ট সম্পাদক মুকুল চৌধুরীর ছিলেন সঞ্চালক। দেশের প্রত্যন্ত অঞ্চল এবং প্রবাসে অবস্থানরত বিশিষ্টজনরা এই অনলাইন সভায় অংশগ্রহণ করেন। সম্মানিত আলোচকদের বক্তব্য খুবই সময়োপযোগী ও প্রাসঙ্গিক ছিল। আলোচনা শেষে শ্রোতাদের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে প্রস্তাব ওঠে, আলোচনাগুলোকে বই আকারে প্রকাশ করলে ভালো হয়। যারা আলোচনা সভায় অংশগ্রহণ করতে পারেননি, তাদের অনেকেই আলোচনার গভীরতা ও তাৎপর্য বিবেচনায় নিয়ে বই প্রকাশ করতে অনুরোধ করেন। নানা দিক থেকে তাগাদাও আসতে থাকে। এতটা আগ্রহ ও বিষয়ের গুরুত্ব বিবেচনা করে আমরা রেকর্ডকৃত আলোচনা বই আকারে প্রকাশ করে পাঠকদের হাতে তুলে দিচ্ছি।
বাংলাদেশের তথ্যপ্রযুক্তি জগতের কিংবদন্তীতুল্য ব্যক্তিত্ত্ব। একাত্তরের বীর মুক্তিযােদ্ধা জনাব মােস্তাফা জব্বার তথ্য ও যােগাযােগ প্রযুক্তির জন্য পরিচিত হলেও তার কর্মকাণ্ড কেবল এই জগতেই সীমিত নয় । নিজগ্রামসহ দেশব্যাপী শিক্ষায় তথ্যপ্রযুক্তি ব্যবহারে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন । তার মাইলফলক কাজের মাঝে রয়েছে কম্পিউটারে বাংলা ভাষার প্রয়ােগ, প্রচলন ও বিকাশের যুগান্তকারী বিপ্লব সাধন করা, শিক্ষায় তথ্যপ্রযুক্তির ব্যবহার, তথ্যপ্রযুক্তি শিক্ষার প্রসার এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘােষিত ডিজিটাল বাংলাদেশ ধারণা ও কর্মসূচি বাস্তবায়নে কাজ করা। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা ভাষা ও সাহিত্যে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর ডিগ্রিপ্রাপ্ত মােস্তাফা জব্বারের পৈত্রিক নিবাস নেত্রকোণা জেলার খালিয়াজুরী থানার কৃষ্ণপুর গ্রামে ।। ১৯৪৯ সালের ১২ আগষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানার চর চারতলা গ্রামের নানার বাড়িতে তাঁর জন্ম। তাঁর বাবা আব্দুল জব্বার তালুকদার পাটের ব্যবসায়ী ও সম্পন্ন কৃষক ছিলেন। তাঁর দাদা আলিমুদ্দিন মুন্সি ছিলেন বিশাল ভূসম্পত্তির মালিক যার উপাধি ছিলাে তালুকদার। তার মা রাবেয়া খাতুন সমগ্র জীবন গৃহিনী হিসেবেই জীবন যাপন করেছেন। বাংলাদেশ টেলিভিশনের কম্পিউটার ও ডিজিটাল বাংলাদেশ টক শাে-এর মাধ্যমে তিনি কম্পিউটার প্রযুক্তিকে জনপ্রিয় করে চলেছেন। তথ্যপ্রযুক্তি ও সাধারণ বিষয়ের ওপর অনেকগুলাে বইয়ের লেখক, কলামিস্ট ও সমাজকর্মী জনাব মােস্তাফা জব্বার এরই মাঝে তথ্যপ্রযুক্তিতে বিশেষ অবদান রাখা ও বিজয় বাংলা কীবাের্ড ও সফটওয়্যার আবিষ্কার করার জন্য ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সেরা সফটওয়্যারের পুরস্কার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইটি সােসাইটি আজীবন সম্মাননা পুরস্কার এবং ইউনাইটেড বিশ্ববিদ্যালয় আজীবন সম্মাননাসহ জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের নানা পুরষ্কারে ভূষিত হয়েছেন ।। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক, টেলি যােগাযােগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পালন করছেন।