জন্ম- ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহকুমার টুঙ্গিপাড়া গ্রামে। বংশ- শেখ। বঙ্গবন্ধুর পূর্ব পুরুষ ছিল দরবেশ হযরত শেখ আওয়াল (রঃ)। ৪০০ বছর পূর্বে তারপর যাদের নাম পাওয়া যায় তাঁরা হলেন শেখ জহির উদ্দিন, শেখ জান মাহমুদ, এবং শেখ বোরহান উদ্দিন। তিনি টুঙ্গিপাড়ায়, মধুমতী নদীর তীরে এসে শেখ বংশের গোড়াপত্তন করেন। শেখ বোরহান উদ্দিনের ছেলের ছেলে বা দু'এক পুরুষ পর দুই ভাইয়ের ইতিহাস পাওয়া যায়। একজনের নাম শেখ কুদরতউল্লাহ (বড় ভাই কদু শেখ ব্যবসায়ী), এবং আরেকজন শেখ একরামউল্লাহ (সরকার, বিচার আচার করতেন)। এদের সময় বংশের অবস্থা যথেষ্ট ভালো ছিল। এরপর এদের মৃত্যুর পর শেখ বাড়ির পতন শুরু হয়। শেখ একরামউল্লাহ দুই ছেলে সম্পর্কে জানা যায়। ১) শেখ মুহাম্মদ জাকির ২) শেখ মুহাম্মদ ওয়াসিমুদ্দিন। বঙ্গবন্ধু ছিলেন শেখ মুহাম্মদ জাকিরের বংশধর এবং বেগম ফজিলাতুন্নেসা ছিলেন শেখ মু.ওয়াসিমুদ্দিনের বংশধর। শেখ মুহাম্মদ জাকিরের ৩ ছেলে। ১) শেখ আব্দুল মজিদ (শেখ মুজিবের নানা) ২) শেখ আব্দুল হামিদ (শেখ মুজিবের দাদা) ৩) শেখ আব্দুর রশিদ (খান সাহেব)। শেখ আব্দুল মজিদের কোনো ছেলে ছিল না। চার মেয়ে ছিল। ছোট মেয়ে ছিল শেখ মুজিবের মা। শেখ আবদুল মজিদ ছোট মেয়ের নামে সব সম্পত্তি লিখে দিয়ে যান। শেখ মুজিবের.....