নাহিদ-রুমকী’র ক্যাম্পাস উপাখ্যান ঐতিহাসিক রাজনৈতিক উপন্যাস। ১৯৮৩ সালের মধ্য ফেব্রুয়ারি থেকে ১৯৯০ সালের ৬ ডিসেম্বর এরশাদের পদত্যাগ পর্যন্ত এই উপন্যাসটির কাহিনি বিস্তৃত হয়েছে স্থান, কাল, পাত্র উল্লেখপূর্বক কিছু বাস্তব ঘটনার প্রেক্ষাপটে। সংগত কারণে এই উপন্যাসের ভূমিকার আবশ্যকতা দেখা দিয়েছে। স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনে নানান ঘটনাপ্রবাহে কেউ উপস্থাপিত হয়েছেন নায়ক, মহানায়ক আবার কেউবা খলনায়ক হিসেবে। ’৮০’র দশকে স্বৈরাচার বিরোধী আন্দোলনের ঘটনাপুঞ্জি বর্ণনায় আমি কিছু ঐতিহাসিক তথ্য অনুসন্ধান করেছি বরেণ্য রাজনীতিবিদ, ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্নার বাংলাদেশের ছাত্র রাজনীতি অতীত বর্তমান ভবিষ্যৎ, ড. মোহাম্মদ হান্নান এর বাংলাদেশের ছাত্র আন্দোলনের ইতিহাস : এরশাদের সময়কাল থেকে। এ ছাড়াও ’৮০’র দশকের বিভিন্ন পত্রপত্রিকা, জার্নালের আশ্রয় নিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির রেফারেন্স বিভাগ থেকে। নাহিদ-রুমকী’র চরিত্র দুটি রূপক। ’৮০’র দশকে তারুণ্যিক উদ্দীপনায় ভরপুর এই দুই তরুণ তরুণি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার ছাত্রছাত্রীর মুখপাত্র মাত্র। এ ছাড়াও আরও কিছু রূপক চরিত্র উপস্থাপিত হয়েছে। এই সকল চরিত্রের সঙ্গে কারও ব্যক্তিগত জীবন, ঘটনার মিল থাকলে তা নিতান্তই কাকতালীয়। বাস্তব চরিত্রের সাথে এর কোনো মিল নেই। এজন্য আমাকে দায়ী করা যাবে না। নাহিদ-রুমকী’র ক্যাম্পাস উপাখ্যান লিখেছি আমি নিজের ভালোলাগা সৃষ্টির কারণে। ১৯৯২ সালে ব্যাংককে থাকাকালীন, ৩১ বছর আগে এই পা-ুলিপিটি লিখি।
লুৎফর রহমান কুড়িগ্রাম জেলার পলাশবাড়ী গ্রামের মুন্সিবাড়ীতে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে ১৯৬৭ সালের ১০ই অক্টোবরে জন্মগ্রহণ করেন। শৈশবেই তাঁর পিতা-মাতা প্রয়াত হলে ব্যাংক কর্মকর্তা বড়ভাইয়ের সংগে উত্তর বঙ্গের বিভিন্ন জেলার কয়েকটি স্কুল কলেজে অধ্যয়ন করেন। এরপরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগে পড়াশোনা করেন। ৮০ এর দশকে স্বৈরাচার এরশাদ বিরোধী ছাত্র আন্দোলনে স্বক্রিয় ভাবে অংশগ্রহণ করেন লুৎফর রহমান। নিজ হলে নিজ ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। '৮৯ এর ডাকসু হল সংসদ নির্বাচনে শীর্ষপদে পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। '৯০ এর পরে তিনি প্রবাসী হন। অসংখ্য দেশ ভ্রমণ করেছেন। প্রায় চার বছর প্রবাস জীবন শেষে নিজ জেলায় স্থানীয় রাজনীতি শুরু করেন । ২০০১ সালে জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম -২, সদর আসনে বিজয়ী দল ও জোটের সবচেয়ে তরুণতম এমপি প্রার্থী ছিলেন লুৎফর রহমান। ব্যবসা,লেখালেখির পাশাপাশি ইলেক্ট্রনিক নিউজ মিডিয়ার সম্পাদক ও প্রকাশক লুৎফর রহমান। অসংখ্য সামাজিক প্রতিষ্ঠান ও অরাজনৈতিক সংগঠনের সংগে সংশ্লিষ্ঠ তিনি। ২০২৩ এর বইমেলায় তার দুটি উপন্যাস প্রকাশিত হয়েছে। এর একটি রাজনৈতিক উপন্যাস ''নাহিদ-রুমকীর ক্যাম্পাস উপাখ্যান ও এর পরবর্তী পরিণতি ভ্রমণ বিষয়ক উপন্যাস ''ব্যাংককের ভালোবাসা প্রকাশ পেয়েছে। ব্যক্তিগত জীবনে এক ছেলে, এক মেয়ে এবং স্ত্রী সহ ঢাকায় বসবাস করেন তিনি।