‘নারী সৃষ্টির রহস্য ও পবিত্র সত্তা’ গ্রন্থটিতে লেখক নারীসহ ‘মা’ জাতের শ্রেষ্ঠত্ব ও পবিত্রতাকে নিখুঁতভাবে তুলে ধরেছেন। নারী সৃষ্টিকর্তার কিরণ ও বিশেষ রহমত। নারী ভোগেরপণ্য নয়, প্রেমের সামগ্রী। নারী রিপুর খোরাক ও কামিনী নয়, বরং আত্মার খোরাক ও জঠরজননী। নারীর মধ্যে নিহিত সৃষ্টির রহস্য। এমনকি স্রস্টার গুণ সমূহ প্রকাশ পায় অন্তঃসত্তা নারীর মধ্যে। পুরুষ বলতে মূলত নর নয়। একজন নারীও পুরুষ হতে পারে। রাসুলেপাক(দ.) নারীকে সুগন্ধির সাথে, সুফি-আউলিয়াগণ আত্মার সাথে তুলনা করেছেন। শালীনতা বজায় রেখে অর্থ উপার্জনসহ মানানসই যেকোনো কর্ম করার অধিকার ইসলাম ধর্ম তাকে দিয়েছে। এমনকি তাসাউফ চর্চা করে আল্লাহর আউলিয়াও হতে পারেন। ইসলাম তাকে দিয়েছে কর্মের অধিকার, স্বাধীন মত প্রকাশের অধিকার, সম্পত্তিসহ জ্ঞান অর্জনের অধিকার। কিন্তু ধর্মের দোহাই দিয়ে কিছু লোক এই অধিকার ছিনিয়ে নিয়েছে। তারা মনে করে- নারী জৈবিক চাহিদা পূরণের যন্ত্র ও ভোগ্যপণ্য। যা নৈতিকতার বিপরীত ও সাংঘর্ষিক। নারী পবিত্র সত্তা। কিন্তু কিছু নারী নৈতিকতাকে বিসর্জন দিয়ে আধুনিকতার নামে পবিত্র দেহকে বাজারে পণ্যের মত তুলে ধরে নিজেকে অপবিত্র করছে। এরা নারীজাতীর কলংক ও অভিশাপ। আল্লাহ তাঁদের কতই মর্যাদা, ক্ষমতা ও পবিত্র করে সৃষ্টি করেছেন, যদি এর বিন্দু পরিমানও অনুধাবন করতে পারতো, তাহলে কোনো নারী, দেহকে অপবিত্র করতো না। নারীর গুণে সংসার সুন্দর হয়, আবার ছলনাময়ী চরিত্র দ্বারা কিছু নারী সংসার ভেঙ্গে ধ্বংস করে দেয়। উপরোল্লেখিত বিষয়সমূহ আধ্যাত্মিকতা, সনাতন, বিজ্ঞান, ইসলামধর্মসহ সুফি-আউলিয়াদের দৃষ্টিভঙ্গি এবং পশ্চিমা সংস্কৃতিতে নারীদের কীভাবে দেখা হয়, তা বিভিন্ন তথ্য দ্বারা সহজ, সরল ভাষায় লেখক তুলে ধরেছেন।
ড. আবদুল আজিম শাহ্ ১৯৮৩ সালের ১৫ জানুয়ারি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার পূর্ব-ফরহাদাবাদ (মতিভাণ্ডার দরবার শরিফ) গ্রামের সম্ভ্রান্ত শাহ্ পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হযরত শাহসুফি মওলানা আবুল ফয়েজ শাহ্, মাতা- শাহযাদী দিলরুবা আক্তার। গাউছে ভাণ্ডার হযরত মতিয়র রহমান শাহ্ (ক.) ফরহাদাবাদীর দৌহিত্র। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। এবং ভারতের জামশেদপুর সেন্টার অব অ্যাস্ট্রলজিক্যাল স্টাডি অ্যান্ড রিসার্চ ফর পাবলিক ওয়েলফেয়ার থেকে ‘অ্যাস্ট্রলজি ও আধ্যাত্মিকতা' বিষয়ের ওপর পিএইচডি ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রাম মতিভাণ্ডার দরবার শরিফের আধ্যাত্মিক উত্তরসূরি, ফয়েজিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান, মওলা আলী একাডেমির মহাপরিচালক, রেনেসাঁ লিমিটেডের পরিচালক এবং অ্যাস্ট্র-কনসালটেন্ট। প্রকাশিত গ্রন্থ: ‘ইসলাম ও বিজ্ঞানের দৃষ্টিতে সৃষ্টিতত্ত্ব ও পঞ্চতত্ত’ এবং ‘আধ্যাত্মিকতা ও বিজ্ঞান'।