কবিতা বলতে যে বোঝে কেবল নারীর কমনীয় দেহসৌষ্ঠর সে মূলত ধর্ষক। কবিতা বলতে য বোঝে কেবল সস্তা প্রণয় আর চটুলতা, সে মূলত চাটুকার। কবিতা বলতে যে বোঝে কেবল বিরহ বেদনার গাঢ় স্তূপ,সে মূলত মাদকাসক্ত। কবিতা বলতে যে বোঝে কেবল আত্ন প্রচারণা, সে মূলত ক্যানভাসার। এরা সবাই কবিত্বের উর্দি পরিহিত ছদ্মবেশী মতলববাজ। কবিতা কেবলই প্রেম নয়, বিরহ নয়। কবিতা কেবলই আত্ন প্রচারণা নয় জ্বালাময়ী ভষণ নয়, কবিতা কেবলই নয় নারী অঙ্গের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষন। পৃথিবীর যা কিছু সত্য তার সবই কবিতা পৃথিবীর যা কিছু সুন্দর, তার সবই কবিতা পৃথিবীর যা কিছু ন্যায় ও ইনসাফ, তার সবই কবিতা। সভ্যতার ক্রমবিবর্তনের সাথে সাথে আজ পরিবর্তন হয়েছে কবিতাও। অবৈধ সঙ্গমের বলি হয়ে সদ্য ভূমিষ্ঠ নবজাতকের মতো আজ কবিতাও নিক্ষিপ্ত হয়েছে নগরীর দুর্গন্ধময় আস্তাকুড়ে একবিংশ শতাব্দীর সচেতন তরুণ হিসেবে কালিমাযুক্ত কবিতাকে উদ্বার করে তা যথাযোগ্র আসনে ফিরিয়ে দেওয়া আমাদের অবশ্য কর্তব্যই বটে। কবিতা হোক শান্তি,সুখ ও সমৃদ্বির এক মহিমান্বিত ঐকতান। কবিতা হোক সুখময় ধরিত্রী গঠনে বিম্বমানবতার সমন্বি জয়গান। কবিতা থেকে আর ঝরে পড়বে না অসংযত রক্ত ও ক্রোধ। ঝরে পড়বে না লোভ, হিংসা ও যুদ্ব ঝরে পড়বে না মরণঘাতী হাইড্রোজেন লিথিয়াম আর পরমাণুর বিধ্বংসী কণা। পচন ধরা এই মৃতপ্রায় ভূখন্ডের সর্বোচ্চ শিখরে দাড়িয়ে আজ, এখন এবং এই মুহুর্তে এটাই আমার একমাত্র প্রার্থনা।