আমাদের সময়ের অত্যন্ত নিভৃতচারী কবি, সৈয়দ মামুনুর রশীদ লেখালেখি করছেন সেই আশির দশক থেকে। ওই দশকের শেষের দিকে, মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলা কবিতা, সাহিত্য ও সংস্কৃতির যে পতাকা আমরা ওড়াতে চেয়েছিলাম— তিনি ছিলেন এর অগ্রসৈনিক। সেই সময়ে ‘উত্তর আমেরিকা বাংলা কবিতা সম্মেলন’— এর উদ্যোক্তাদের সমন্বয়ক ছিলেন তিনি। এই কবি কম লিখেছেন, কিন্তু তিনি তাঁর কবিতায় নিজস্বতা নির্মাণে অবিচল থেকেছেন মনে প্রাণে। শান্তি, সৌহার্দ্য, লোকজ চিত্ররেখা, প্রকৃতি ও জাগতিক প্রেম, বদলে যাওয়া বিশ্বের প্রতিচিত্র ও নান্দনিক ভাবনার উপমা উঠে এসেছে তাঁর কবিতায়। তিনি লাঙলের শাণিত ফলায় দেখতে চেয়েছেন সোনালি বাংলাদেশের মুখ। অভিবাসী জীবন গ্রহণ করার পরও, একজন কবি যে শিকড়প্রাণ থাকেন— সৈয়দ মামুনুর রশীদ সেই মিছিলের প্রথম সারির মানুষ। ‘নিখাদ তুমি ফিরে এসো’— তাঁর প্রথম কাব্যগ্রন্থ। তিনি বেশ কয়েকটি লিটলম্যাগাজিন ও সাহিত্যপত্র সম্পাদনা করেছেন। কিন্তু নিজের কাছে, নিজের কবিতার বীজবপণের প্রান্তরে ফিরেছেন এই প্রথম। আমি আশা করছি, পাঠক—পাঠিকা ও কবিতা প্রিয় মানুষেরা তাঁর কবিতায় সানন্দে অবগাহন করতে পারবেন। মুক্ত আকাশের মুখোমুখি দাঁড়িয়ে থেকে যে পঙক্তিমালা উচ্চারিত হয়— সেটাই একটি প্রকৃত কবিতা। এই গ্রন্থে তেমন কিছু কবিতার ঝলক পাওয়া যাবে।