বাংলা সাহিত্যের ছাত্র খালিদ আহসান জন্মেছেন ১৯৫৭ সালের ৬ই নভেম্বর। একাধারে কবি এবং গীতিকার খালিদ আহসান সব ছাপিয়ে একজন সুদক্ষ প্রচ্ছদ শিল্পী। তাঁর নান্দনিক বোধ ও মেধা বাংলাদেশের প্রকাশনার জগতে এনে দিয়েছে অনন্যতা ও কাব্যময়তা। দেশের প্রায় সকল খ্যাতনামা কবি-সাহিত্যিকদের কোন না কোন বই। তাঁরই আঁকা প্রচ্ছদে ঋদ্ধ, সংযোজন করেছে নতুন এক মাত্রা । সৃজনশীলতার কাজের স্বীকৃতি স্বরূপ ১৯৭৮ সালে পেয়েছেন 'মুক্তধারা একুশে সাহিত্য পদক'। ১৯৭৮, ১৯৮১, ১৯৮৩ সালে পরপর তিনবার জাতীয় গ্রন্থকেন্দ্র পুরষ্কার লাভ করেন । ২০০৯ এ পান চট্টগ্রাম একুশে মেলা পরিষদ প্রদত্ত ‘একুশে পদক'। বহুমাত্রিক এই কবি ও শিল্পী শিল্প নির্দেশনা দিয়েছেন মঞ্চে, যুক্ত ছিলেন অরিন্দ্যম নাট্য সম্প্রদায়'র সাথে। ২২ মার্চ ২০২১ করোনা অতিমারি তাঁর জীবন স্পন্দন অকস্মাৎ স্তব্ধ করে দেওয়ার আগে এই বইটি প্রকাশনার ব্যাপারে নিজের উৎসাহ দেখিয়েছিলেন। একবাক্য রাজী হয়েছিলেন প্রচ্ছদ এঁকে দেওয়ার ব্যাপারে। খালিদের রেখে যাওয়া শিল্প ভান্ডার থেকে তাই এই বইটির প্রচ্ছদ নির্বাচন করা হয়েছে তাঁর প্রতি আমাদের ভালবাসা এবং শ্রদ্ধার নিদর্শন হিসেবে। .. বরিশালে জন্ম নেওয়া শাহীন আকতার হামিদ বেড়ে উঠেছেন বরিশাল, ঢাকা ও চট্টগ্রামে মিলিয়ে। পদার্থ বিজ্ঞানের একনিষ্ঠ ছাত্রী শাহীন আকতার হামিদ তাঁর পিএইচডি গবেষণা করেছেন নিউট্রিনো ফিজিক্স (Neutrino Physics) নিয়ে দনোপেত্রোভস্ক ইউনিভার্সিটি, ইউক্রেনে (Dnepropetrovsk, Ukraine 1990 to 1995)। পেশা হিসেবে বেছে নিয়েছিলেন শিক্ষকতা। ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও গণ বিশ্ববিদ্যালয়, ঢাকা'র পদার্থ বিজ্ঞানের সহযোগী অধ্যাপক। পরে যোগ দিয়েছিলেন ইউনিভার্সিটি অব মালায়া, মালয়েশিয়াতে (University of Malaya Malaysia). শিক্ষকতার পাশাপাশি মেডিকেল ফিজিক্স (Medical Physics) নিয়ে আগ্রহ জন্মে এবং গবেষণার জন্য বেছে নেন মানব দেহের দুরারোগ্য ব্যাধি 'কর্কট' বা 'ক্যান্সার'। ক্যান্সার নিয়ে গবেষণা করেন জার্মানীর কোলন ইউনিভার্সিটির অধিন্যাস্ত গোমেজবার্গ টিচিং হাসপাতালে। (Gomezbarg Teaching Hospital, Cologne University, Germany) গবেষণা মাঠ পর্যায়ে নিয়ে যেতে এবং কান্সার প্রতিরোধে ও প্রতিকারে সচেতনতা বৃদ্ধিতে সহকর্মীটি বন্ধুদের নিয়ে প্রতিষ্ঠা করেন 'ক্যান্সার সচেতনতা কেন্দ্র সাহিত্যের প্রতি অনুরাগ থেকেই দীর্ঘদিন থেকে পত্র পত্রিকায় এবং ব্লগে লেখলেখির সাথে জড়িত। গবেষণাধর্মী বই প্রকাশিত হয়েছে দু'টি নারীদের প্রজননতন্ত্রের ক্যান্সার ও পুরুষের প্রজননতন্ত্রের ক্যান্সার। সম্পাদনা করেছেন জার্নাল অব অনকোলজি এন্ড মেডিকেল ফিজিক্স (Journal of Oncology And Medical Physics)। বর্তমানে ব্রিটেনের লন্ডন শহরের রিচমন্ডে বসবাসরত (Richmond, London, UK) শাহীন আকতার হামিদ নিজেকে নিয়োজিত রেখেছেন ক্যান্সার গবেষণার কাজে, পাশাপাশি মহান মুক্তিযুদ্ধে সাধারণের স্মৃতিকে। ধরে রাখতে ৭১ এর স্মৃতিকথা সম্পাদনায়।